• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২০, ১২:৫৫ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২০, ২০২০, ১১:১৪ পিএম

পিছিয়ে গেল আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ

পিছিয়ে গেল আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ
২০২২ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় হওয়ার কথা ছিল নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফটো: ফাস্টপোস্ট

করোনা মহামারিতে ক্রিকেটের নিয়মিত সূচিতে বিঘ্ন ঘটেছে। পিছিয়ে গেছে বেশ কয়েকটি বিশ্বকাপ। এবার পিছিয়ে যাওয়ার তালিকায় যোগ হলো আরও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। ২০২২ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় হওয়ার কথা ছিল নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। পিছিয়ে যাওয়া এই আসর ২০২৩ সালের ৯-২৬ ফেব্রুয়ারি  অনুষ্ঠিত হবে। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২২ সালে নারীদের ওয়ানডে বিশ্বকাপ এবং কমনওয়েলথ গেমসের কারণেই টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দেয়া হয়েছে বলে আইসিসি জানায়। ২০২৩ সালে নারীদের ক্রিকেটের বড় কোনো আসর না থাকায় বিশ্বকাপ আয়োজন পিছিয়ে দেয়া হয়েছে। 

এর আগে আগস্টে ২০২১ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ এক বছর পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয় আইসিসি। আগামী বছরে জানুয়ারিতে বাংলাদেশে হওয়ার কথা ছিল নারীদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। তবে এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

এসইউ