• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২০, ১০:৫৩ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২৪, ২০২০, ১১:০৩ এএম

পোল্যান্ডে চলছে স্কি বিশ্বকাপ 

পোল্যান্ডে চলছে স্কি বিশ্বকাপ 
স্কি বিশ্বকাপ পুরুষ ইভেন্টে স্কি জাম্প করার মুহূর্তে জার্মানির মার্কাস ইসেন বিকলার। ফটো: ন্যাশনাল রিভিউ

প্রকৃতিতে শীতের আগমন। চারদিকে বইতে শুরু করেছে হিমেল হাওয়া। তীব্র ঠান্ডার মাঝেই এবার পোল্যান্ডের উইসলায় উঁচু পাহাড়ে শুরু হয়েছে স্কি বিশ্বকাপ। 

গত ২১ নভেম্বর আসরের প্রথম দিনেই চমক দেখিয়েছেন জার্মানির মার্কাস ইসেন বিকলার। ২৬৭ দশমিক ৬ পয়েন্ট নিয়ে শিরোপার দৌঁড়ে বেশ ভালোভাবেই এগিয়ে আছেন বিকলার। মৃত্যুঝুঁকি আছে জেনেও কিন্ত অসম্ভবকে সম্ভব করতে সব সময় ভালোবাসেন মারকাস ইসেন বিকলার। এর আগে চারবারই আসরে চ্যাম্পিয়ন হয়েছেন। এবারো তার কাছে তেমন কিছুরই প্রত্যাশা ছিল সমর্থকদের।

ইসেন বিকলার মোটেও হতাশ করেননি। উঁচু পাহাড়ে তার স্কি সমর্থকদের মন ভরিয়েছে। বিশ্বকাপের শুরুতেই তিনি বাজিমাত করেছেন। এখনও বাকি কয়েক ধাপ। তবে যতো প্রতিবন্ধকতাই আসুক না কেন, শিরোপা জিততে বদ্ধ পরিকর এই ক্রীড়াবিদ।

জার্মান তারকার সাফল্যের রাতে সেরা দশেই জায়গা করে নিতে পারেননি রবার্ট জোহানসন, ড্যানিয়েল আন্দ্রে ও স্টেফান ক্রাফটের মতো তারকারা।

এসইউ