• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২০, ১০:৫১ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২৬, ২০২০, ১০:৫১ এএম

ইন্টারকে হারিয়ে নকআউট পর্বের পথে রিয়াল

ইন্টারকে হারিয়ে নকআউট পর্বের পথে রিয়াল
রদ্রিগোর জোরালো ভলি আচরাফ হাকিমির আত্মঘাতী গোলে রিয়াল মাদ্রিদের জয় নিশ্চিত হয়। ফটো: রিয়াল মাদ্রিদ ডট কম

চ্যাম্পিয়ন্স লীগের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়ে নকআউট পর্বে খেলার আশা জোরালো করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

বুধবার রাতে সান সিরোয় অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের ম্যাচে আধিপত্য ধরে রেখে খেলতে থাকা রিয়াল বল দখলের পাশাপাশি আক্রমণেও নিজেদের আধিপত্য বিস্তার করে খেলেছে। যার ফল তারা ম্যাচের ৭ মিনিটেই পেয়ে যায়। নাচো ফের্নান্দেসকে ডি-বক্সের ভেতরে নিকোলো বারেল্লা ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। যার সুবাদে ইনজুরির কারণে মাঠের বাইরে ছিটকে যাওয়া অধিনায়ক সার্জিও রামোসের অনুপস্থিতির কারণে খেলার সুযোগ কাজে লাগিয়ে স্পট কিক থেকে বেলজিয়ান ফরোয়ার্ড এডেন হ্যাজার্ড গোল করে লস ব্লাংকোদের এগিয়ে দেন।

১৩ মিনিটেই ব্যবধান দ্বিগুণ হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছিল। কিন্তু দুর্ভাগ্য বাধ সাধে। লুকাস ভাসকেজের নেয়া দূরপাল্লার জোরালো শট একজনের পা ছুঁয়ে পোস্টে বাধা পায়। ২৮ মিনিটের মাথায় ড্যানিয়েল কারভাহালের পাসে বল পেয়ে ডি-বক্সে ঢুকে গোলরক্ষক বরাবর শট নেয়ায় গোল পাননি হ্যাজার্ড। 

খেলার ৩৩ মিনিটে ঘটে যায় উত্তেজনাপূর্ণ এক ঘটনা। রিয়ালের ডি-বক্সে প্রতিপক্ষের এক ফুটবলারের চ্যালেঞ্জে চিলির মিডফিল্ডার ভিদাল পড়ে গেলে পেনাল্টির জোরালো আবেদন ওঠে। কিন্তু রেফারি সেই আবেদনে সাড়া না দেয়ায় ভিদাল আগ্রাসী মেজাজ দেখিয়ে ফেলেন। আর তাতেই মুহূর্তের মধ্যে ক্ষিপ্ত রেফারি দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে ভিদালকে মাঠ ছাড়া করেন।   

বিরতির পর দশজনের দল নিয়েই ইন্টার আক্রমণে যাওয়ার চেষ্টা করে। তাতে অবশ্য ফল হয়নি। উল্টো ৫৯ মিনিটে ভাসকেসের ছয় গজ বক্সের মুখে বাড়ানো ক্রসে বল পেয়ে রদ্রিগোর জোরালো ভলি আচরাফ হাকিমির আত্মঘাতী গোলে দুই গোলের লিড পায় রিয়াল। 

ম্যাচের ৮২ মিনিটে বদলি নামা ইভান পেরিসিচের কোনাকুনি শট ঝাঁপিয়ে পড়ে গোলরক্ষক থিবো কোর্তোয়া ঠেকিয়ে দিলে ইন্টারের আর গোল পাওয়া হয়নি। 

গ্রুপের আরেক মাচে শাখতার দোনেস্ককে ৪-০ গোলে উড়িয়ে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করেছে বরুশিয়া মনশেনগ্লাডবাখ। ৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রিয়াল মাদ্রিদ। ইউক্রেনের দল শাখতারের পয়েন্ট ৪। ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে ইন্টার মিলান।


এসইউ