• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২০, ১২:২৬ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২৯, ২০২০, ১২:২৬ পিএম

মাহরেজের হ্যাটট্রিকে জয়ে ফিরল ম্যানসিটি

মাহরেজের হ্যাটট্রিকে জয়ে ফিরল ম্যানসিটি
চার বছর পর হ্যাটট্রিকের মুখ দেখলেন রিয়াদ মাহরেজ। ফটো: সংগৃহীত

রিয়াদ মাহরেজের দারুণ হ্যাটট্রিকে বার্নলিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ইংলিশ প্রিমিয়ার লীগে দুই ম্যাচ পর জয়ের স্বাদ পেল ম্যানচেস্টার সিটি। লিভারপুলের সঙ্গে ড্রয়ের পর টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে হারের পর মৌসুমের বড় জয় দেখল পেপ গার্দিওলার দল। 

শনিবার ইতিহাদে অনুষ্ঠিত ম্যাচের ষষ্ঠ মিনিটে কেভিন ডে ব্রুইনের পাসে ডি-বক্সে বল পেয়ে বাঁ পায়ের শটে ঠিকানা খুঁজে নেন আলজেরিয়ার মিডফিল্ডার মাহরেজ। ২২ মিনিটে কাইল ওয়াকারের বাড়ানো বল ডি-বক্সে পেয়ে আবারো লক্ষ্যভেদ করে মাহরেজ ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির আগে ফরাসি ডিফেন্ডার মেন্ডি তৃতীয় গোল করলে ম্যাচের ফলাফল তখনই অনেকটা নিশ্চিত হয়ে যায়।

৬৬ মিনিটে ম্যাচের চতুর্থ গোলটি করেন তরেস। এর তিন মিনিট পরই বাঁ দিক থেকে ফিল ফোডেনের ক্রসে হেডে হ্যাটট্রিক পূরণ করেন মাহরেজ। ২০১৪ সালের মার্চে ফুলহ্যামের বিপক্ষে ইয়াইয়া তোরের পর দ্বিতীয় আফ্রিকান খেলোয়াড় হিসেবে সিটির হয়ে প্রিমিয়ার লীগে হ্যাটট্রিক করলেন মাহরেজ। ২০১৫ সালে লেস্টার সিটির হয়ে মাহরেজ সর্বশেষ হ্যাটট্রিক করেছিলেন। 

লীগে ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের আটে আছে সিটি। ৫ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে আছে বার্নলি। 

এসইউ