• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২০, ১০:২৬ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৩০, ২০২০, ১০:২৬ এএম

স্ট্যামফোর্ড ব্রিজে ড্র করে শীর্ষে টটেনহ্যাম

স্ট্যামফোর্ড ব্রিজে ড্র করে শীর্ষে টটেনহ্যাম
চেলসি-টটেনহ্যাম ম্যাচে গোলের সুযোগই এসেছে কম। ফটো: টুইটার

সানডে নাইটে সবাই প্রত্যাশা করেছিল ইংলিশ প্রিমিয়ার লীগে মৌসুমে ভালো শুরু করা দুই দলের লড়াইটা হাড্ডাহাড্ডি হবে। যদিও দর্শকদের সেই আশা পূরণ হয়নি। ম্যাড়মেড়ে গোলশুন্য ড্রতেই শেষ হয়েছে টটেনহ্যাম হটস্পার ও চেলসির ম্যাচ। তবে এই ড্রয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে টটেনহ্যাম।

স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত ম্যাচে চেলসি বল দখলে এগিয়ে থাকলেও তাদের আক্রমণে তেমন ধার ছিল না। দ্বিতীয়ার্ধেও সেই একইভাবে চলতে থাকে খেলা। পুরো ম্যাচে বলার মতো সুযোগই এসেছে কম।

৮১ মিনিটের মাথায় চেলসি ম্যাচের সেরা সুযোগটি পেয়েছিল। মেসন মাউন্টের দারুণ একটি শট তখন হুগো লরিস ঠেকিয়ে দিয়ে দলকে বাঁচিয়েছেন। ম্যাচের শেষদিকে অলিভিয়ের জিরুড ডি-বক্সে গোলরক্ষক উগো লরিসকে একা পেয়েও তার মাথার উপর দিয়ে বল জালে জরাতে ব্যর্থ হন।

১০ ম্যাচে ৬ জয় ও ৩ ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরে আছে টটেনহ্যার। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে লিভারপুল। ১৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে চেলসি। সাউদাম্পটনের মাঠে তাদের বিপক্ষে ৩-২ গোলে জেতা ম্যানচেস্টার ইউনাইটেড ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে আছে সপ্তম স্থানে।

এসইউ