• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২০, ১১:০৫ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৪, ২০২০, ১১:০৫ এএম

দর্শক উপস্থিতির রাতে উড়ন্ত আর্সেনাল

দর্শক উপস্থিতির রাতে উড়ন্ত আর্সেনাল
দীর্ঘ ২৭১ দিন পর এমিরেটসে আসা দর্শকের সামনে গোলের পর এডওয়ার্ড এনকেতিয়াহর উদযাপন । ফটো: টুইটার

চলতি বছরের ৭ মার্চ ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ঘরের মাঠে সমর্থকদের সামনে সর্বশেষ মাঠে নেমেছিল আর্সেনাল। করোনাকালে একটানা ফাঁকা গ্যালারি দেখে মাঠে খেলতে নামার মানসিক কষ্ট মিকেল আর্তেতার দল এতদিন সহ্য করেছে। অবশেষে সেই যন্ত্রণা থেকে মিলেছে মুক্তি। দীর্ঘ ২৭১ দিন পর এমিরেটস স্টেডিয়ামে খেলা দেখতে এসেছিল দর্শক। যদিও সংখ্যাটা বেশি নয়, মাত্র দুই হাজার। তারপরও গানারদের জন্য দর্শক উপস্থিতি পেয়েছে বিশেষ এক মাত্রা। ঘরের মাঠে দর্শকদের আসতে দেখা আর্সেনাল কোচ মিকেল আর্তেতা বৃহস্পতিবারের রাতকে ‘খুব বিশেষ রাত’ হিসেবে আখ্যাই দিয়ে দিলেন। 

বিশেষ রাতে এমিরেটসে আসা দর্শকরাও বিশেষ ভালোলাগার অনুভূতি নিয়েই বাড়ি ফিরতে পেরেছে। ইউরোপা লীগের ‘বি’ গ্রুপে র‌্যাপিড ভিয়েনাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে আর্সেনাল তাদের মুখে জয়ের হাসি ফুটিয়েছে। একইসঙ্গে ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষ দল হিসেবে শেষ ৩২-এ খেলাও তারা নিশ্চিত করে ফেলেছে। 

ম্যাচের ১০ মিনিটে আলেক্সজান্দ্রে লাকাজেত্তে গোল করে আর্সেনালকে লিড এনে দেন। ৮ মিনিট পর পাবলো মারি ব্যবধান দ্বিগুণ করেন। ৪৪ মিনিটের মাথায় তৃতীয় গোলটি করেন এডওয়ার্ড এনকেতিয়াহ। বিরতির পর ৪৭ মিনিটে র‌্যাপিড ভিয়েনার হয়ে একমাত্র গোলটি করেন কোয়া কিতাগাওয়া। ৬৬ মিনিটে প্রতিপক্ষের জালে গোলের হালি পূরণ করেন এমিলে স্মিথ।

এসইউ