• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২০, ১১:৪৫ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২৬, ২০২০, ১২:১২ পিএম

ইতিহাসের সেরা বক্সার সুগার রে?

ইতিহাসের সেরা বক্সার সুগার রে?

মোহাম্মদ আলী নন, সুগার রে রবিনসন ইতিহাসের সেরা বক্সার। সম্প্রতি খ্যাতনামা বক্সিং ম্যাগাজিন ‘পাজিলিস্ট’ ফ্যানদের বিবেচনায় এ তালিকা প্রকাশ করেছে। ৫০ জন বক্সারের এই তালিকা করা হয়, যা পছন্দ হবে না অনেকেরই। বক্সিংয়ে কে সেরা, এ নিয়ে বিতর্ক অবশ্য সব সময়ই রয়েছে। সেই বিতর্ক নতুনভাবে উঠে এলো পাজিলিস্টের এই নতুন র‌্যাংকিংয়ে। অবশ্য রবিনসনের ক্যারিয়ারই রহস্য আর বিতর্কে ভরা। ১৯৪০ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত তিনি লড়াই করেছেন। তার অনেক লড়াইয়ের তথ্য অজানা ও নির্ভরযোগ্য নয়। তবে ১৯৪৩ থেকে ১৯৫১ সাল পর্যন্ত ৯১ লড়াইয়ে তিনি হারেননি। বেশ কয়েকটি ক্যাটাগরিতে তিনি লড়াই করেছেন।

ইতিহাসের সেরা ‘পাউন্ড ফর পাউন্ড’ বক্সার রবিনসন, এ নিয়ে অবশ্য কোনো সন্দেহ নেই। তবে নতুন তালিকায় তিনি শুধু কিংবদন্তি মোহাম্মদ আলীকেই নয়; পেছনে ফেলেছেন অনেক বড় বড় বক্সারকে। এই তালিকা দেখে সবচেয়ে বেশি রেগে যেতে পারেন মাইক টাইসন। অনেকের মতে, তিনিই ইতিহাসের সেরা বক্সার। অথচ অল্পের জন্য এই তালিকা থেকে বাদ পড়েননি টাইসন। আছেন ৪৯ নম্বরে। মানি পাকুইয়াউ ১১ নম্বরে। জর্জ ফোরম্যান ১৪ আর লেনক্স লুইস ১৭ নম্বরে। যুক্তরাজ্যের এই ম্যাগাজিনের তালিকায় বাদ পড়েছেন অতীত-বর্তমানের অনেক বড় বক্সারই।