• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২১, ০৫:০২ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ৯, ২০২১, ০৫:০৪ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১

১৩ দেশের প্রতিযোগীরা এখন ঢাকায়

১৩ দেশের প্রতিযোগীরা এখন ঢাকায়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১০ জানুয়ারি রোববার ঢাকায় হাফ ও ফুল দুই ক্যাটাগরিতে এক ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সকাল সাড়ে ছয়টায় আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে কাকলী, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ ও গুলশান হয়ে হাতিরঝিলে শেষ হবে ফুল ম্যারাথন। হাতিরঝিলে পাঁচবার প্রদক্ষিণ করতে হবে প্রতিযোগীদের। 

ফুল ম্যারাথনের দূরত্ব ৪২.১৯৫ কিলোমিটার। ২১.৩৯৭ কিলোমিটার দৌড়াতে হবে হাফ ম্যারাথনে। হাফ ম্যারাথনে ছয় জন বিদেশিসহ ৯৫ জন অংশ নেবেন। ফুল ম্যারাথনে অংশ নেবেন ১৭ বিদেশিসহ ৭১ জন। ফ্রান্স, কেনিয়া, ভারত, ইথিওপিয়া, বাহরাইন, ইউক্রেন, মরক্কো, মালদ্বীপ, নেপাল, বেলারুশ, স্পেন ও পাকিস্তানের প্রতিযোগীরা অংশ নিচ্ছেন এ ম্যারাথনে। 

পুরুষ ও নারী বিভাগে এলিট বিভাগের চ্যাম্পিয়ন ১৫ হাজার ডলার, রানারআপ ১০ হাজার ডলার ও তৃতীয় স্থানের জন্য পাঁচ হাজার ডলার করে অর্থ পুরস্কার দেওয়া হবে। সার্ক ও দেশি নারী-পুরুষ দৌড়বিদদের মধ্যে চ্যাম্পিয়ন পাঁচ লাখ, রানারআপ চার এবং তৃতীয় স্থান অর্জনকারী তিন লাখ টাকা করে অর্থ পুরস্কার পাবেন।