• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২১, ১০:২৩ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১০, ২০২১, ১২:০০ পিএম

ঢাকা ম্যারাথন সমাপ্ত

ঢাকা ম্যারাথন সমাপ্ত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১। আজ রোববার সকাল সাড়ে ৬টায় রাজধানীর আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয় ম্যারাথন। 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ম্যারাথনের উদ্বোধন করেন। ১৩টি দেশের অ্যাথলেটরা অংশ নেন এই ম্যারাথনে। 

ফুল ম্যারাথনের দূরত্ব ৪২.১৯৫ কিলোমিটার। ২১.৩৯৭ কিলোমিটার দৌড়াতে হবে হাফ ম্যারাথনে। ফ্রান্স, কেনিয়া, ভারত, ইথিওপিয়া, বাহরাইন, ইউক্রেন, মরক্কো, মালদ্বীপ, নেপাল, বেলারুশ, স্পেন ও পাকিস্তানের প্রতিযোগীরা অংশ নিয়েছেন এ ম্যারাথনে। 

আর্মি স্টেডিয়াম, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ ও গুলশান হয়ে হাতিরঝিলে ৫টি চক্করের মাধ্যমে শেষ হয় এ আসর।