• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২১, ০২:৩৬ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১০, ২০২১, ০৩:৪৬ পিএম

ঢাকা এসেই জৈব সুরক্ষা বলয়ে ক্যারিবীয়রা 

ঢাকা এসেই জৈব সুরক্ষা বলয়ে ক্যারিবীয়রা 

তিন ম্যাচের ওয়ানডে এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ সকালে ঢাকা এসে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। করোনার কারণে কঠোর জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকবে ক্যারিবীয় ক্রিকেট দল। 

পুরো দলকে পাঁচবার করোনা পরীক্ষার জন্য নমুনা দিতে হবে। প্রথমদিন ও তৃতীয় দিনে নমুনা পরীক্ষা হবে। তৃতীয়টি সপ্তম দিনে আর চতুর্থ পরীক্ষাটি সিরিজের মাঝামাঝি করা হবে। পঞ্চম ও শেষবার নমুনা পরীক্ষা হবে দলটির দেশে ফেরার দুই দিন আগে।

সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায় ৩৮ সদস্যের ক্যারিবীয় দলটি।  মোট তিনদিন কোয়ারেন্টাইনে থেকে  ১৪ জানুয়ারি অনুশীলন করতে মাঠে নামতে সফরকারীরা।

ওয়ানডে এবং টেস্ট দল একইসঙ্গে এসেছে বাড়তি সতর্কতার কারণে। ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর ১১ জন ফিরে যাবে। টেস্ট সিরিজ শেষ না হওয়া পর্যন্ত ২৭জন থাকবেন ঢাকায়।

১৮ তারিখ বিকেএসপিতে  নিজেরাই দুই দলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ।  নেট বোলার, সাপোর্ট স্টাফদের পাশাপাশি বিসিবির কয়েকজন কর্মকর্তাকেও করোনা পরীক্ষা করে জৈব সুরক্ষা বলয়ে রাখা হবে।