• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২১, ১২:২৪ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৫, ২০২১, ০৩:০৩ পিএম

উইন্ডিজের একজন করোনায় আক্রান্ত

উইন্ডিজের একজন করোনায় আক্রান্ত

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের লেগ স্পিনার হেডেন ওয়ালশ জুনিয়র করোনায় আক্রান্ত। ফলে ওয়ানডেতে তার খেলা তো হচ্ছেই না বরং চিন্তায় ফেলে দিলেন পুরো দলকে। শঙ্কা সিরিজ নিয়ে। জৈব সুরক্ষা বলয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ দলে কীভাবে করোনা এসেছে, এটাই দেখার বিষয়।

বাংলাদেশে আসার আগে এবং প্রথম পরীক্ষায় হেডেনের কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছিল। বুধবার দ্বিতীয় পরীক্ষায় তার শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়। আজ আবারো পরীক্ষা করে নিশ্চিত করা হয় তিনি করোনায় আক্রান্ত। বাংলাদেশে পা রাখার পর এরই মধ্যে চারবার করোনা পরীক্ষা করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলের। 

হেডেন দলীয় চিকিৎসক ডা. প্রেমানন্দ সিংয়ের তত্ত্বাবধানে রয়েছেন। করোনামুক্ত না হওয়া পর্যন্ত আইসোলেশনে থাকবেন তিনি। ২০ জানুয়ারি মিরপুর স্টেডিয়ামে  বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলবে ওয়েস্ট ইন্ডিজ।