• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২১, ০২:১৪ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৫, ২০২১, ০২:১৬ পিএম

লাবুশেনের সেঞ্চুরিতে বড় সংগ্রহের দিকে অস্ট্রেলিয়া

লাবুশেনের সেঞ্চুরিতে বড় সংগ্রহের দিকে অস্ট্রেলিয়া

মার্নাস লাবুশেনের সেঞ্চুরিতে ব্রিসবেন টেস্টে ভারতের বিপক্ষে ভালো অবস্থানে অস্ট্রেলিয়া। আজ শুক্রবার ৫ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ২৭৪ রান। দিন শেষে ক্যামেরন গ্রিন ২৮ ও অধিনায়ক টিম পেইন ৩৮ রানে অপরাজিত আছেন। লাবুশেন ২০৪ বলে করেছেন ১০৮ রান।

টস জিতে ব্যাট করতে নেমে বলতে গেলে দুঃস্বপ্ন দিয়ে শুরু হয় স্বাগতিক দলের। ডেভিড ওয়ার্নার মাত্র ১ রান করে আউট হন। দলের রান তখন ৪। এরপর নতুন করে দলে ফেরা মার্কাস হ্যারিস ৫ রানে আউট হলে ১৭ রানেই দুই উইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে সেখান থেকে দলকে ভালো অবস্থানে নিয়ে যেতে থাকেন লাবুশেন ও স্টিভেন স্মিথ। ৩৬ রান করে স্মিথ বিদায় নিলে ম্যাথু ওয়েডকে নিয়ে আরেকটি বড় পার্টনারশিপ গড়েন লাবুশেন। যোগ হয় ১১৩ রান। কিন্তু এরপর জোড়া উইকেট নেন অভিষেক হওয়া টি নটরাজন। 

প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে নটরাজনের একই সফরে টেস্ট, ওয়ান ডে ও টি-২০ অভিষেক হলো। 

নটরাজনের দুই উইকেটে নেওয়ায় কিছুটা চাপে পড়ে অস্ট্রেলিয়া। তবে গ্রিন-পেইন জুটি দিনের শেষ পর্যন্ত অবিচ্ছিন্ন থেকে ৭০ রান যোগ করে আবারো বড় সংগ্রহের আশা জাগিয়ে তুলেছে অস্ট্রেলিয়ার জন্য। বোর্ডার-গাভাস্কার ট্রফির এটাই চতুর্থ ও শেষ টেস্ট। সিরিজ ১-১ এ সমতায় রয়েছে।