• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২১, ০১:৫৯ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৬, ২০২১, ০১:৫৯ পিএম

উজবেকিস্তানে প্রাথমিক শিক্ষায় দাবা!

উজবেকিস্তানে প্রাথমিক শিক্ষায় দাবা!

দাবার উন্নয়ন এবং জনপ্রিয়তা বৃদ্ধির পাশাপাশি খেলোয়াড়দের প্রশিক্ষণের কাঠামোগত উন্নয়নের জন্য এক বিশেষ আদেশ জারি করেছেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ। এই আদেশ অনুসারে প্রাথমিক শিক্ষার আওতায় স্কুল থেকেই প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষার্থীরা দাবা নিয়ে পড়াশোনা করবে। 

উজবেকিস্তান আন্তর্জাতিক দাবায় শীর্ষ পর্যায়ে ২০২৫ সালের ভেতর আসতে চায়। এ জন্য এই বছর থেকেই দুইটি আন্তর্জাতিক টুর্নামেন্টসহ তিনটি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা আয়োজনের ঘোষণাও দিয়েছে দেশটি। 

১৪ জানুয়ারি বৃহস্পতিবার জারিকৃত এই আদেশে উজবেকিস্তানের দাবা নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার রূপরেখা জানা গেছে। উল্লেখযোগ্য পরিকল্পনা হিসেবে উঠে এসেছে বেশ কিছু বিষয়। পরিকল্পনা অনুযায়ী ২০২৫ সালে দাবা নিয়ে বিশেষায়িত শিক্ষা গ্রহণ করবে শতকরা তিনজন শিক্ষার্থী। ৪০টি শহর, ২৫টি বিদ্যালয় এবং ক্লাবে আগামী পাঁচ বছরে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় দাবার অনুকূল কাঠামো গড়ে তোলা হবে।