• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২১, ০৪:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৬, ২০২১, ০৫:১৭ পিএম

তিন নতুন মুখ নিয়ে বাংলাদেশ দল ঘোষণা 

তিন নতুন মুখ নিয়ে বাংলাদেশ দল ঘোষণা 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৮ সদস্যের দলের অধিনায়ক তামিম ইকবাল। অলরাউন্ডার মেহেদী হাসান, পেস বোলার হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম প্রথমবারের মতো দলে এসেছেন।

দলে আছেন দুই বছর নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব আল হাসানও। আজ বাংলাদেশ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলার পরপরই দল ঘোষণা করা হয়। ২০ জানুয়ারি প্রথম ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেও অনুষ্ঠিত হবে ঢাকায় ২২ জানুয়ারি। তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামে ২৫ জানুয়ারি।

বাংলাদেশ ওয়ানডে দল : তামিম ইকবাল (অধিনায়ক) সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, সাইফ উদ্দিন, মেহেদী হাসান, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।