• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২১, ০৪:৫৮ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৯, ২০২১, ০৪:৫৮ পিএম

কাল শুরু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ

কাল শুরু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ

আগামীকাল বুধবার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। দিবারাত্রির ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায়। সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), টি-স্পোর্টস ও নাগরিক টিভি।

২০২৩ বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজের দলে কিছু পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে তুলনামূলক অনভিজ্ঞ ওয়েস্ট ইন্ডিজ দলকে মোটেও হালকাভাবে দেখছেন না টাইগাররা।

অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে তামিম ইকবালের কাঁধে। প্রায় এক বছর পর বাংলাদেশের আন্তর্জাতিক সিরিজে প্রথম ম্যাচ থেকেই জয়ের দিকে নজর রাখছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তামিম বলেন, ‘তাদের দলে কোন খেলোয়াড় আছে, কে নেই, সেটা আমরা ভাবছি না। এটা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড নিয়ন্ত্রণ করে। আমাদের ভালো খেলতে হবে। গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা ম্যাচ জয় করতে চাই। বিশ্বকাপের মূল পর্বে উঠতে হলে প্রতিটা পয়েন্ট অনেক গুরুত্বপূর্ণ।’

নিষেধাজ্ঞা শেষে বাংলাদেশ দলে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ ছাড়া দলে নেওয়া হয়েছে তিন নতুন খেলোয়াড়। তরুণ খেলোয়াড় নাজমুল হোসেন শান্তকে নিজেকে প্রমাণের সুযোগ দেওয়া হতে পারে সাকিবের ব্যাটিং পজিশনে। ৩ নম্বরে শান্তকে খেলাতে চান কোচ রাসেল ডমিঙ্গো। মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের পাশাপাশি কোচের ভরসার তালিকায় আছেন সৌম্য সরকারও। ফিনিশার হিসেবে তাকে ৭ নম্বরে খেলাতে চান ডমিঙ্গো।