• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২১, ১২:৩৩ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২০, ২০২১, ০৬:০৫ পিএম

অভিষেকে উজ্জ্বল হাসান মাহমুদ

অভিষেকে উজ্জ্বল হাসান মাহমুদ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে অভিষেক হলো পেসার হাসান মাহমুদের। অভিষেক ম্যাচে ২৮ রানে নিয়েছেন ৩ উইকেট। এরমধ্যে পরপর দুই বলে ওয়েস্ট ইন্ডিজের রোভম্যান পাওয়েল ও রেমন রেইফারের উইকেট নিয়ে হ্যাটট্রিক করার সুযোগও পেয়েছিলেন।

বাংলাদেশের ১৩৪তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে অভিষেক হলো তার। গত বছর তার টি-টোয়েন্টি অভিষেক হয়। এক বছরের মধ্যে জায়গা করে নিলেন ওয়ানডে দলেও। একই দিন অভিষেক হয়েছে ওয়েস্ট ইন্ডিজের ছয়জন খেলোয়াড়ের। আকিল হোসেইন, আন্দ্রে ম্যাকার্থি, চেমার হোল্ডার, জশুয়া দা সিলভা, কাইল মেয়ার্স, নকরুমাহ বোনারের ওয়ানডে অভিষেক হয়। 

করোনার কারণে ওয়েস্ট ইন্ডিজ দলে সিনিয়র খেলোয়াড়দের বড় অংশই এই সিরিজে খেলতে আসেননি। ফলে ওয়েস্ট ইন্ডিজ দলে অনেক খেলোয়াড়ের অভিষেক হবে বলাই যাচ্ছিল। ১৮ সদস্যের বাংলাদেশে দলে নেওয়া হয় তিন নতুন মুখ। অলরাউন্ডার মেহেদী হাসানের সঙ্গে নেয় হয় পেসার শরিফুল ইসলাম ও হাসান মাহমুদকে। এর মধ্যে হাসানের অভিষেক হলো এ ম্যাচে। দুটি প্রস্তুতি ম্যাচেই ভালো বল করেছেন তিনি। এর মধ্যে এক ম্যাচে নেন চার উইকেট। লক্ষ্মীপুরের এই ক্রিকেটারের বয়স মাত্র ২১।