• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২১, ০২:২৬ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২০, ২০২১, ০২:৫৮ পিএম

মারা গেলেন ক্রিকেট সংগঠক রাইসউদ্দিন

মারা গেলেন ক্রিকেট সংগঠক রাইসউদ্দিন

মারা গেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক রাইসউদ্দিন আহমেদ। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় মারা যান এ প্রবীণ ক্রিকেট সংগঠক। বয়স হয়েছিল ৮২ বছর।

করোনা পজিটিভ হলে গত ২৫ ডিসেম্বর রাইসউদ্দিন আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়। বাংলাদেশ ক্রিকেটের উত্থানে তাঁর অবদান রয়েছে অনেক। তাঁর চেষ্টাতেই ১৯৭৭ সালে লন্ডনের মেরিলিবোন ক্রিকেট ক্লাব বাংলাদেশে খেলতে আসে। ক্লাবটির খেলতে আসা বাংলাদেশের ক্রিকেট যাত্রার এক বিশেষ মাইলফলক হিসেবে মনে করা হয়।