• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২১, ১০:৩৮ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২১, ২০২১, ১০:৪৬ এএম

রিয়াল মাদ্রিদের লজ্জার হার

রিয়াল মাদ্রিদের লজ্জার হার

কোপা ডেল রে-তে লজ্জাজনক এক পরাজয় বরণ করতে হলো রিয়াল মাদ্রিদকে। তৃতীয় বিভাগ (থার্ড টায়ার) দল আলকোয়ানোর বিপক্ষে স্প্যানিশ জায়ান্টরা হেরে গেছে ২-১ গোলে। এর মধ্যে জয়সূচক গোলটি হজম করতে হয়েছে রিয়াল মাদ্রিদকে ১০ জনের দলে পরিণত হওয়া তৃতীয় সারির দলটির কাছে।

শেষ ৩২ দলের লড়াইয়ে প্রথম গোলটি আসে খেলার ৪৫ মিনিটে। ইডার মিলিটাওয়ের গোলে মনে হচ্ছিল জয়ের পথেই রয়েছে রিয়াল মাদ্রিদ। তবে ৮০ মিনিটে আন্ডারডগদের সমতায় ফেরান সোলবেস। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। এর মধ্যেই লোপেজ অলিভান লাল কার্ড দেখলে তৃতীয় সারির দলটি পরিণত হয় ১০ জনে। অতিরিক্ত মিলিয়ে খেলার সময় গড়িয়েছে তখন ১১০ মিনিট। এর ৫ মিনিট পর মাদ্রিদ নয় উল্টো গোল করে বসে আলকোয়ানোর দল। 

২০০১ সালের পর পঞ্চমবারের মতো তৃতীয় সারির কোনো দলের কাছে হেরে আবারও বিদায় নিতে হচ্ছে রিয়াল মাদ্রিদকে। এ আসরে ১৯ বার শিরোপা জিতলেও গত সাত বছর চ্যাম্পিয়ন হতে পারেনি তারা।