• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২১, ১২:৪০ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২২, ২০২১, ০৪:৩১ পিএম

মিরাজ-সাকিবের ঘূর্ণিতে ধুঁকছে উইন্ডিজ

মিরাজ-সাকিবের ঘূর্ণিতে ধুঁকছে উইন্ডিজ

মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। তবে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও ব্যাটিং ব্যর্থতা থেকে বের হতে পারছে না সফরকারীরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১৮ ওভারে ৫ উইকেটে ৪২ রান। ব্যাট করছেন জেসন মোহাম্মদ (২*) ও এনক্রুমাহ বোনার (১*)।

এদিন দলীয় ১০ রানের মাথায় প্রথম উইকেট হারায় ক্যারিবীয়রা। মোস্তাফিজুর রহমানের বলে মিরাজের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন ওপেনার সুনিল আমব্রিস (৬)। 

এরপর ১৪তম ওভারে এসে জোড়া আঘাত হানেন মিরাজ। ওভারের প্রথম বলেই তুলে নেন জর্ন ওটলির (২৪) উইকেট। আর চতুর্থ বলে বোল্ড করেন তিনে নামা জসুয়া ডি সিলভাকে (৫)।

মিরাজের জোড়া আঘাতের পরই মঞ্চে আবির্ভূত হন সাকিব আল হাসান। আগের ম্যাচে চার উইকেট নেওয়া সাকিব এদিন আন্দ্রে ম্যাকার্থিকে (৩) বোল্ড করে উইকেটের খাতা খোলেন।তার কিছুক্ষণ পরই রান আউটের শিকার হয়ে মাঠ ছাড়েন কাইল মেয়ার্স (০)। 

আরও পড়ুন