• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২১, ০৪:০৬ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২২, ২০২১, ০৪:৩১ পিএম

থেমে গেল বাংলাদেশের ব্যাটিং ঝড়

থেমে গেল বাংলাদেশের ব্যাটিং ঝড়

প্রথম ম্যাচে ধীরগতির রান তাড়া করার রেকর্ডের পর দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে নেমেই ঝড় তোলেন ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। তবে ২২ রান করেই উইকেট হারান লিটন। ক্যারিবিয় স্পিনার আকিল হোসেনের বলেই থামতে হয় তাকে। চারটি চারের সঙ্গে ৯১ স্ট্রাইক রেটে ২৪ বল খেলে ২২ রান করে ফিরে যান লিটন। অপরদিকে ৭ রান করে ক্রিজে থাকেন তামিম।

প্রথম পাওয়ার প্লে শেষে ১০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাড়ায় ৪২। দিনের শুরুতে টসে হেরে ফিল্ডিং পায় বাংলাদেশ। সিরিজ নিশ্চিতের লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৪৮ রানে আটকে দেয় স্বাগতিকরা। ১৪৯ রানের টার্গেটে ব্যাটিং করছেন টাইগাররা। নতুন ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তকে নিয়ে ইনিংসের হাল ধরেছেন সাবধানী অধিনায়ক তামিম।

প্রথম ওয়ানডেতে প্রত্যাশিত জয় দিয়ে সুপার লিগ শুরু বাংলাদেশ ক্রিকেট দলের। আজ টসে জিতে ব্যাটিং নিয়েই ধুঁকতে থাকে ক্যারবিয়রা। ৫ থেকে ১৮—এই ১৩ ওভারেই প্রথম ৫ উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। ৪৩ ওভার চার বলে সব উইকেট হারিয়ে ১৪৮ রানে শেষ হয় প্রথম ইনিংস।

ফিল্ডিংয়ে বাংলাদেশকে শুভসূচনা এনে দেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। সাকিব-মিরাজের স্পিন ঘূর্ণিতে ফিরে দাঁড়াতে পারেনি উইন্ডিজ দল। মেহেদী হাসান মিরাজ ৯ দশমিক ৪ ওভারে ২৫ রান দিয়ে নিয়েছেন ৪টি উইকেট। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব ১০ ওভারে ৩০ রানে দিয়ে ২টি উইকেট পেয়েছেন। নবাগত হাসান মাহমুদও পেয়েছেন ১টি উইকেট।