• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২১, ০৫:১০ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২২, ২০২১, ০৫:১৩ পিএম

সিরিজের প্রথম হাফ সেঞ্চুরি তামিমের

সিরিজের প্রথম হাফ সেঞ্চুরি তামিমের

টুর্নামেন্টের প্রথম ব্যাটসম্যান হিসেবে হাফ সেঞ্চুরি করলেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল খান। তবে অর্ধশতক করেই থামে রানের চাকা। দ্বিতীয় ওয়ানডে ৭৫ বলে তিনটি চার ও এক ছক্কায় ৫০ রান তোলেন টাইগার ওপেনার। রেমন রেইফারের বলে আউট হন তিনি। নতুন উইকেটে তিন নম্বরে থাকা সাকিব আল হাসানের সঙ্গে জুটি গড়েছেন মুশফিকুর রহিম। ১৪৯ রানের টার্গেটে ব্যাটিং করছে স্বাগতিক দল।

তামিমের বিদায়ে বাংলাদেশের তিন উইকেট হারিয়ে ১০৯ রান করে। এরপর সাকিব-মুশফিকের জুটিতে ২৬ ওভার শেষে ১১০ রান ওঠে স্কোরবোর্ডে। শেষ খবর পর্যন্ত ৭ উইকেটে প্রয়োজন আরো ৩০ রান।

আজ টসে জিতে ব্যাটিং নিয়েই ধুঁকতে থাকে ক্যারিবীয়রা। ৫ থেকে ১৮—এই ১৩ ওভারেই প্রথম ৫ উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। ৪৩ ওভার চার বলে সব কটি উইকেট হারিয়ে ১৪৮ রানে শেষ হয় প্রথম ইনিংস।

ফিল্ডিংয়ে বাংলাদেশকে শুভসূচনা এনে দেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। সাকিব-মিরাজের স্পিন ঘূর্ণিতে ফিরে দাঁড়াতে পারেনি উইন্ডিজ দল। মেহেদী হাসান মিরাজ ৯ দশমিক ৪ ওভারে ২৫ রান দিয়ে নিয়েছেন ৪টি উইকেট। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব ১০ ওভারে ৩০ রানে দিয়ে ২টি উইকেট পেয়েছেন। নবাগত হাসান মাহমুদও পেয়েছেন ১টি উইকেট।