• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২১, ০৫:১৪ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২২, ২০২১, ০৮:১১ পিএম

সাকিবের নতুন রেকর্ড

সাকিবের নতুন রেকর্ড

দেশের মাটিতে সবচেয়ে বেশি উইকেট সংগ্রাহকের তালিকাতে এক ধাপ এগিয়ে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ১০১ ওয়ানডেতে ১৫৫ উইকেট নিয়ে কিংবদন্তি লঙ্কান স্পিনার মুত্তিয়া মুরালিধরনকে পেছনে ফেলেছেন সাকিব। অর্জন করেছেন চতুর্থ স্থান।

এই তালিকায় প্রথম অবস্থানে আছেন প্রোটিয়া পেসার শন পোলক। ১২৫ ম্যাচ খেলে ১৯৩ উইকেট নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার এই সাবেক অধিনায়ক। এছাড়া ১৬৯ উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন অস্ট্রেলীয় পেস সেনসেশন ব্রেইট লি। আর তৃতীয় অবস্থানে আরেক অজি পেসার গ্লেন ম্যাকগ্রা আছেন ১৬০ উইকেট নিয়ে। এদিকে ঘরের মাঠে সবচেয়ে বেশি উইকেট সংগ্রাহকের তালিকায় ৬ষ্ঠ অবস্থানে আছেন সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ১০৩ ম্যাচে ১৪৭ উইকেট নিয়েছেন ম্যাশ।

এক ভেন্যুতে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকাতেও দ্বিতীয় অবস্থানে আছেন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে দুই উইকেট নিয়ে মিরপুরের হোম গ্রাউন্ডে মোট ১১৯ উইকেট সংগ্রহ করেছেন তিনি। এই তালিকায় ১২২ উইকেট নিয়ে প্রথম অবস্থানে আছেন সাবেক পাকিস্তানি অধিনায়ক ওয়াসিম আকরাম। আবুধাবির শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে এই রেকর্ড গড়েন তিনি।

অন্যদিকে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট প্রাপ্ত বোলারের তালিকায় প্রথম অবস্থানে আছেন সাকিব। ১০১ ম্যাচে তার সংগ্রহ ১৫৫ উইকেট। ১৪৭ উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন মাশরাফি।

সূত্র: ক্রিকইনফো