• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২১, ১০:২৮ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৩, ২০২১, ১০:৪১ এএম

করোনায় আক্রান্ত জিদান

করোনায় আক্রান্ত জিদান

শনিবার লা লিগায় আলভেসের বিপক্ষে মাঠে নামবে স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। তবে ডাগ আউটে থাকবেন না কোচ জিনেদিন জিদান। কারণ, করোনা পজিটিভ হয়েছেন এই কিংবদন্তি কোচ। 

সময়টা ভালো যাচ্ছে না জিদানের। গত ম্যাচে তৃতীয় বিভাগের ক্লাব অ্যালকোয়ানর বিপক্ষে ১-০ গোলে হেরে বেশ সমালোচিতই হয়েছেন তিনি। এতে রিয়াল মাদ্রিদ ছিটকে গেছে কোপা দেল রের দৌড় থেকে। তার কিছুদিন আগেই অ্যাটলেটিকো বিলবাও এর কাছে হেরে সুপার কাপ থেকে বিদায় নিয়েছে দলটি। গতকাল জিদানের করোনা পজিটিভ হওয়ার সংবাদ যেন রিয়াল মাদ্রিদের জন্য আরো বোঝা হয়ে চেপে বসবে। 

রিয়ালের সামনে সুযোগ আছে লা লিগা জয়ের। তবে টেবিলের প্রথমে থাকা দল আতলেটিকো মাদ্রিদকে টপকে জেতে হলে আজকের ম্যাচে জয় ছাড়া উপায় নেই রিয়ালের। কিন্তু ডাগ আউটে কোচ না থাকলে ধুঁকতে থাকা আলভেসের বিপক্ষে কতটা ভালো করতে পারবে রামোসরা, সেটি নিয়েই চিন্তায় থাকবে ক্লাব। 

শহরের প্রতিপক্ষ আতলেটিকো মাদ্রিদের চেয়ে এক ম্যাচ বেশি খেলেও সাত পয়েন্ট পিছিয়ে রয়েছে রিয়াল। এবার লা লিগা জিততে হলে আগামী ম্যাচগুলোতে জয় ছাড়া পথ নেই জিদানের শিষ্যদের।

আরও পড়ুন