• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২১, ০৯:১১ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৪, ২০২১, ০৯:১১ এএম

বেনজেমার জোড়া গোলে রিয়ালের জয়

বেনজেমার জোড়া গোলে রিয়ালের জয়

স্প্যানিশ কাপে অ্যালকোয়ানোর কাছে হেরে বাদ পড়ার পর বেশ সমালোচিত হয়েছে রিয়াল মাদ্রিদ। এমনকি পরের দিন করোনাভাইরাস পজিটিভ হন কোচ জিনেদিন জিদান। তাই সাইড লাইনে জিদানকে ছাড়াই এবার জয় ছিনিয়ে এনেছেন শিষ্যরা। 

শনিবার (২৩ জানুয়ারি) লা লিগার ম্যাচে আলভেসের বিপক্ষে ৪-১ গোল ব্যবধানে জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি।

প্রথমার্ধেই গোল করেন ক্যাসিমিরো, করিম বেনজেমা এবং ইডেন হ্যাজার্ড। ১৫ মিনিটে ক্যাসিমিরো এক দুর্দান্ত হেডে বল জালে জড়ান। এছাড়াও সফরকারী রিয়ালের হয়ে ৪১ মিনিটে গোল করেন বেনজেমা। প্রথমার্ধের ইনজুরি টাইমে আরেকটি গোল করেন হ্যাজার্ড। দ্বিতীয়ার্ধে অবশ্য ফিরে আসার চেষ্টা করেছে আলভেস। জোসেলু একটি গোল পান। তবে এরপর ৭০ মিনিটে আরেকটি গোল দিয়ে বেনজেমা বুঝিয়ে দিয়েছেন, জয় ছাড়া কিছু ভাবছেন না তারা।

এই জয়ে লা লিগা টেবিলের শীর্ষে থাকা ক্লাব এবং একই শহরের প্রতিদ্বন্দ্বী আতলেটিকো মাদ্রিদের চেয়ে আর মাত্র চার পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানেই থাকছে রিয়াল।