• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২১, ১০:৪৫ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৪, ২০২১, ১০:৪৫ এএম

পরিবর্তন নয়, জয় নিয়েই ভাবছে বিসিবি

পরিবর্তন নয়, জয় নিয়েই ভাবছে বিসিবি

বিশ্বকাপ সুপার লীগে বাংলাদেশের শুরুটা ছিল বেশ ভালো। এক ম্যাচ হাতে রেখেই ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ জয় করেছে স্বাগতিক বাংলাদেশ।

তবে লীগ টেবিলে সুবিধাজনক অবস্থানে থাকতে হলে প্রতিটি ম্যাচ জয়ের পরিকল্পনা নিয়েই মাঠে নামতে চায় টাইগাররা, এমনটিই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। এতে মূল একাদশ অপরিবর্তিত রেখে তৃতীয় ওয়ানডেতেও দলকে মাঠে নামানোর ইঙ্গিতও দিয়েছেন তিনি।

সেই হিসেবে নিয়ম রক্ষার তৃতীয় ম্যাচে বড় কোনো পরিবর্তন দেখেন না পাপন।

তিনি বলেন, “ হয়তো একাদশে পরিবর্তন আসতে পারে, তবে আমরা কাউকে ছোট করে দেখছি না। আমি মনে করিয়ে দিতে চাই, এটা আইসিসি সুপার লীগের মাত্র শুরু। আমরা ইতোমধ্যে ২০ পয়েন্ট পেয়েছি। এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ আমরা বাইরে শক্ত প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছি। ঘরের মাঠে আমরা ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়েকে হারালেও বাইরে খুব একটা ভালো খেলিনি। আমরা বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ চাই। তাই আমরা যথাসম্ভব জেতার চেষ্টা করবো। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, সুতরাং আমরা হেলাফেলা করতে পারিনা। ”

দুই জয়ে ২০ পয়েন্ট নিয়ে লীগ টেবিলে তৃতীয় অবস্থানে আছে বাংলাদেশ। প্রথম দুই দল যথাক্রমে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। ২০২৩ বিশ্বকাপে আয়োজক ভারত সহ উপরের আটটি দল সরাসরি মূল পর্বে খেলতে পারবে, নিচের ৫ দলকে খেলতে হবে কোয়ালিফায়ার।

আগামী ২৫ জানুয়ারি সিরিজের শেষ ওয়ানডেতে চট্টগ্রামে মুখোমুখি হবে দুই দল। নিজেদের পরিকল্পনা কতটা বাস্তবায়ন করতে পারে টাইগাররা, সেদিকেই চোখ থাকবে বিসিবির।