• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২১, ০৩:৫৮ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৪, ২০২১, ০৩:৫৮ পিএম

১০ পয়েন্টেই সন্তুষ্ট ক্যারিবীয়রা

১০ পয়েন্টেই সন্তুষ্ট ক্যারিবীয়রা

একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ মানেই এখন সুপার লীগের ম্যাচ। ফলে জিতলেই ১০ পয়েন্ট। তাই কোনো ম্যাচই আর নিয়ম রক্ষার নয়। এই  আশায় বুক বাঁধছে ক্যারিবীয়রাও। সিরিজ হারলেও আগামী ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে চায় তারা পেতে চায় জয়ের স্বাদ।

গত শনিবার চট্টগ্রামে পৌঁছেছে দুই দল। সোমবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।

ইতোমধ্যে ঢাকায় অনুষ্ঠিত দুটি ওয়ানডেতে জয় পেয়ে সিরিজ নিশ্চিত করেছে তামিম ইকবালের দল। এবার তৃতীয় ওয়ানডেতে জয় পেলেই হোয়াইটওয়াশের তালিকায় আরেকটি মুকুট যোগ হবে বাংলাদেশের।

জয় নিয়ে ভাবছেন ক্যারিবীয় কোচ ফিল সিমেন্সও। তিনি বলেন, "আমরা এখানে এসেছিলাম ৩০ পয়েন্ট নেওয়ার জন্য। তবে আমাদের কাছে এখনও ১০ পয়েন্ট নেওয়ার সুযোগ রয়েছে। আমরা ১২২ এবং ১৪৮ রানে সবকটি উইকেট হারিয়েছি। আমাদের ২৩০-২৫০ রান তুলতে হবে যেন প্রতিযোগিতার সুযোগ থাকে। বোলারদের আটকানোর মতো রান দিতে হবে এবং সেভাবে খেলতে হবে। তবে ১০ পয়েন্ট পেলেও যথেষ্ট হবে।"

বাংলাদেশের খাতায় আরেকটি হোয়াইটওয়াশ নাকি ক্যারিবিয়দের সান্ত্বনার জয় আসবে তা নির্ভর করবে দুই দলের পরিকল্পনা কতটা সফল হয় তার উপর। সেদিকেই নজর থাকবে ক্রিকেট ভক্তদের।