• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২১, ১১:৪০ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৫, ২০২১, ১১:৪০ এএম

দলে দুই পরিবর্তন, থাকছেন শান্ত

দলে দুই পরিবর্তন, থাকছেন শান্ত

চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে আজ তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে   স্বাগতিক বাংলাদেশ এবং সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ নিশ্চিত হয়ে গেছে মিরপুরে প্রথম দুই ম্যাচেই। তাই বাংলাদেশ দলে পরিবর্তন কিছুটা অনুমিতই ছিল।

তৃতীয় ওয়ানডের এই ম্যাচে দলে সুযোগ পেলেন তাসকিন আহমেদ এবং মোহাম্মদ সাইফুদ্দিন।

সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দল তুলনামূলকভাবে তরুণ। তবে এই দলের বিপক্ষেই নাকি প্রথম দুই ওয়ানডেতে উইকেট শূণ্য রুবেল হোসেন! তাই তার বদলে দলে জায়গা করে নিয়েছেন ব্যাটিং অলরাউন্ডার সাইফুদ্দিন।

এদিকে অভিষেকে প্রথম ওয়ানডেতে মাত্র ২৮ রানে তিন উইকেট পেয়েই সক্ষমতার জানান দিয়েছেন হাসান মাহমুদ। তবে দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ১ উইকেট পেয়েছেন, রান দিয়েছেন ৫৪। তাই তার বদলে দলে জায়গা পেয়েছেন তাসকিন।

এদিকে জোসুয়া ডি সিলভা এবং আন্দ্রে ম্যাকার্থির বদলে ক্যারিবীয় দলে অভিষিক্ত হয়েছেন দুই নতুন মুখ। উইকেটরক্ষক হিসেবে এসেছেন তরুণ জামার হ্যামিল্টন। বোলার হিসেবে দলে এসেছেন তরুণ পেসার কেওন হার্ডিং।

ইনজুরি থেকে ফিরে বেশ আত্মবিশ্বাসী সাইফুদ্দিনকে দেখা গিয়েছিল অনুশীলনে। তাসকিনও নিজেকে প্রমাণ করতে মরিয়া। নিজেদের পরিকল্পনা কততা বাস্তবায়িত করতে পারবে বাংলাদেশ, সেদিকেই নজর থাকবে ভক্তদের।