• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২১, ০২:৫১ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৫, ২০২১, ০২:৫১ পিএম

নিজের চরকায় তেল দিতে বললেন ক্লপ 

নিজের চরকায় তেল দিতে বললেন ক্লপ 

ভক্তদের কাছে লিভারপুল মানেই এক অনন্য সম্ভাবনাময় দল। সেই কাজটি গত ইংলিশ প্রিমিয়ার লিগে করেও দেখিয়েছেন কোচ ইয়ুর্গেন ক্লপ। তবে গত সাত ম্যাচে মাত্র একটিতে জয়, গতকালও এফএ কাপের ম্যাচে অল রেড ৩-২ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে। এর পরেও ক্লপের মন্তব্য, “আমাদের নিয়ে ভাবতে হবে না!” 

গতকাল ওল্ড ট্রাফোর্ডে ১৮ মিনিটে মোহাম্মদ সালাহর প্রথম গোলে এগিয়ে যায় লিভারপুল। সেটিকে ২৬ মিনিতেই শোধ করেন ম্যাসন গ্রিনউড। দ্বিতীয়ার্ধের শুরুতেই মার্কাস রাশফোর্ড গল করলে ২-১ গোলে এগিয়ে যায় ওলে গানারের শিষ্যরা। আবারও সমতায় ফেরান সেই সালাহ। ৫৮ মিনিটে আবারও গোল করেন তিনি। তবে শেষ পর্যন্ত ৭৮ মিনিটের শুরুতে দুর্দান্ত গোল করেন ব্রুনো ফার্নান্দেস এবং সেটিই ম্যাচের নির্ধারক হয়ে দাঁড়ায়। 

ম্যাচের ব্যাপারে ক্লপ বলেন, “আমরা এটা চাইনি। এটা খুবই হতাশাজনক। আমরা আমাদের সেরাটা দিতে পারিনি, তবে আমরা সঠিক দিকেই এগিয়েছিলাম। আমাদের নিয়ে ভাবতে হবেনা আপনাদের, দল হিসেবে আমরা এক।”

গত সাত ম্যাচে মাত্র এক ম্যাচে জয় পেয়েছে লিভারপুল, সেটিও অ্যাস্টন ভিলার বিপক্ষে, যাদের মূল দল করোনা আক্রান্ত হওয়ায় খেলতেই পারেনি।