• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২১, ০৪:১৮ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৬, ২০২১, ০৪:৫০ পিএম

হতাশ ক্যারিবীয় কোচ

‘এর চেয়ে বাজে খেলা সম্ভব নয়’

‘এর চেয়ে বাজে খেলা সম্ভব নয়’

বাংলাদেশের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দল। অবশ্য এ ফলাফলে খুব একটা আশ্চর্য হননি কেউই। অভিজ্ঞতায় তুলনামূলক নবীন ক্যারিবীয়দের বিপক্ষে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবেই মাঠে নেমেছে বাংলাদেশ এবং পেয়েছে প্রত্যাশিত জয়। তবু ক্যারিবীয়দের পক্ষে নাকি এর চেয়ে বাজে খেলা সম্ভব নয়–এমনটাই মনে করেন কোচ ফিল সিমন্স।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দুই ম্যাচে টসে জিতে ব্যাটিং নিয়ে ১২২ ও ১৪৮ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। সেই লক্ষ্যমাত্রা পেরিয়ে ছয় ও সাত উইকেট হাতে রেখেই জয় পায় বাংলাদেশ। চট্টগ্রামে গতকাল সর্বশেষ ওয়ানডেতে ১০ পয়েন্ট নেওয়ার লক্ষ্যে নামে দুই দল। এবারও রান তাড়া করতে ব্যর্থ ক্যারিবীয়রা। বাংলাদেশের দেওয়া ২৯৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তাদের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৭৭ রানে। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে কোচ সিমন্স এ নিয়ে হতাশা জানান। 

সিমন্স বলেন, “এর চেয়ে বেশি খারাপ খেলা সম্ভব নয়। আমাদের স্পিন ভালোভাবে খেলতে হবে, উইকেটে দৌড়াতে হবে এবং বাউন্ডারিও আদায় করতে হবে। আমার মনে হয়, আমরা একেবারে সাধারণ খেলাটাও খেলতে পারিনি। আমরা স্বাগতিকদের ৩০০ রানেরর মধ্যে আটকাতে পেরেছি, যেমনটা পরিকল্পনা ছিল। কিন্তু সিরিজজুড়ে দলের ব্যাটিং আশানুরূপ হয়নি।”

তিন ম্যাচে ক্যারিবীয়দের ৩০ উইকেটের মধ্যে ১৩ উইকেটই নিয়েছেন স্পিনাররা। হয়তো টেস্টে সিরিজের ওয়ানডের চেয়ে ভালোভাবে স্পিন খেলে কোচের আশা পূরণের চেষ্টা করবে ক্যারিবীয় দল।

আরও পড়ুন