• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২১, ০৯:১৩ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৬, ২০২১, ০৯:১৩ পিএম

এবার নারী ক্রিকেট দলের পালা 

এবার নারী ক্রিকেট দলের পালা 

করোনা মহামারির জন্য দীর্ঘ বিরতি ছিল ক্রীড়াঙ্গনে। ঘরোয়া ক্রিকেট দিয়ে মাঠে ফিরেছিল টাইগাররা। ম্যাচ এবং অনুশীলনের পর বছরের প্রথম ওয়ানডে সিরিজে ঘরের মাঠে ক্যারিবীয়দের বিপক্ষে সফল বাংলাদেশ দল। এবার একই সাফল্যের অপেক্ষায় বাংলাদেশ নারী ক্রিকেটাররা। তারা ঘাম ঝরাচ্ছেন ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামার অপেক্ষায়।

নতুন বছরের শুরুতেই অনুশীলনে ফিরেছেন নারী ক্রিকেটাররা। চলতি মাসের শুরু থেকেই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ক্যাম্প চলছে তাদের। আগামী মার্চে রয়েছে বাংলাদেশ গেমস। আর মার্চের শেষ সপ্তাহেই আসবে দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দল। সব মিলিয়ে সামনে নিজেদের প্রমাণের সুযোগ তাদের সামনে।

অনুশীলনে সালমা-জাহানারাদের খেলতে হয়েছে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচও। জাহানারা জানিয়েছেন, ইতোমধ্যে চারটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি খেলেছেন তারা। আর প্রথম পর্যায়ে নিজেদের ভালোভাবে প্রস্তুত করে এরপর দলীয় অনুশীলন শুরু হওয়ায় ছন্দে ফিরেছে খেলোয়াড়রা। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য অপেক্ষমান জাহানারা বলেন, “অবশ্যই মুখিয়ে আছি। কারণ দিনশেষে আন্তর্জাতিক ক্রিকেটটাই তো আমাদের কাছে মূল বিষয়।”

তামিম ইকবালদের পর অবশ্যই সাফল্য চাইবে সালমার দল। তবে বিসিবির অনুশীলন এখন পর্যন্ত ইতিবাচক বার্তাই দিচ্ছে।