• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২১, ০৩:১৮ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৭, ২০২১, ০৬:৩১ পিএম

নেইমার-এমবাপেদের কোচকে নিয়োগ দিলো চেলসি

নেইমার-এমবাপেদের কোচকে নিয়োগ দিলো চেলসি

পিএসজির সাবেক কোচ থমাস টুশেলকে নিয়োগ দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব চেলসি। আপাতত দেড় বছরের চুক্তি হলেও বাড়তে পারে সময়সীমা। ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা ভালো না হওয়ায় তাকে বরখাস্ত করে নতুন কোচ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

কিছুদিন আগেই টুশেলকে দায়িত্ব থেকে অব্যহতি দেয় পিএসজি। যদিও দলটিকে বেশ কিছু ট্রফি জিতেছেন এই কোচ। আড়াই বছরে ৬টি ট্রফি জিতলেও চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হারের পর হঠাৎ করেই এই কোচকে বিদায় জানায় পিএসজি।

অন্যদিকে বিগত পাঁচ ম্যাচে চেলসির জয় মাত্র একটিতে। খেলোয়াড় হিসেবে দুর্দান্ত ল্যাম্পার্ডের কোচিং ক্যারিয়ারে চেলসির জয়ের হার ৫০ শতাংশের কম। ৮৪ ম্যাচ খেলে ৪৪টিতে জিতেছে ব্লুজরা। তাই মাত্র দেড় বছরের ক্যারিয়ারেই চাকরি হারাতে হলো ল্যাম্পার্ডকে। 

২০০৩ সালে চেলসির মালিকানা নেন ধনাঢ্য ব্যবসায়ী রোমান আব্রাহামোভিচ। দলটির ১১তম কোচ হিসেবে নিয়োগ পেলেন জার্মান নাগরিক টুশেল। নিয়োগ পাওার পর টুশেল জানান, “ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের কাজ এবং ধারাবাহিকতা সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।”

পিএসজির হয়ে প্রায় ৭৫ শতাংশ জয় পাওয়া কোচ টুশেল চেলসিকে কাঙ্ক্ষিত শিরোপা এনে দিবেন, এমনটিই প্রত্যাশা কর্তৃপক্ষের।