• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২১, ০৬:৫৯ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৮, ২০২১, ০৭:০১ পিএম

দশ ওভারে মোসাদ্দেক-মুক্তারদের লক্ষ্য ১২৮

দশ ওভারে মোসাদ্দেক-মুক্তারদের লক্ষ্য ১২৮

ক্রিকেটের সবচেয়ে ছোট ভার্সন টি-টেন টুর্নামেন্টে আজ দুবাইয়ে মাঠে নেমেছে মারাঠা অ্যারাবিয়ানস এবং নর্দান ওয়ারিয়র্স। টসে জিতে প্রথমেই বোলিং নিয়েছিলেন মারাঠার অধিনায়ক মোসাদ্দেক হোসেন। তবে এই বাংলাদেশী তরুণের সিদ্ধান্তকে কাজে লাগাতে পারেনি বোলাররা, লক্ষ্য দাঁড়িয়েছে ১২৮ রান। 

ব্যাট করতে নেমেই বিপর্যয়ের মুখে পড়তে পারতো ওয়ারিয়র্সরা। দ্বিতীয় বলে ক্যাচ তুলেছিলেন ব্র্যান্ডন কিং, সেটি রোদ চোখে পড়ায় ধরতে পারেননি জাভেদ আহমাদি। সেই থেকে কিং এবং লেন্ডল সিমন্স জুটির তোলা ঝড় থামে ষষ্ঠ ওভারে। সেটিও মুক্তার আলীর বলে, ভুল বোঝাবুঝির কারণে রান আউট হয়ে। বেশ কয়েকটি ক্যাচ মিসের খেসারত দিতে হয়েছে মারাঠাদের। মাত্র ১৩ বলে ২৯ রান করে কিং ফিরলেও অধিনায়ক নিকোলাস পুরানকে নিয়ে ঝড় তোলেন সিমন্স। 

কিছুক্ষণ পর পুরানকে সোমপাল কামি তালুবন্দি করলে আরেকটি উইকেট যোগ হয় মুক্তারের ঝুলিতে। তবে টুর্নামেন্টের প্রথম অর্ধশতক তুলেন নিয়েছেন সিমন্স। মারাঠাদের হয়ে দুই ওভারে সর্বোচ্চ ৩১ রান দিয়েছেন ইয়ামিন আহমাদজাই। মুক্তার দিয়েছেন ১৯ রান। মোসাদ্দেক ১ ওভার বল করে ১১ রান দিয়েছেন।