• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২১, ০৪:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২২, ২০২১, ০৫:০১ পিএম

নিউজিল্যান্ড সফরের জার্সি উন্মোচন

নিউজিল্যান্ড সফরের জার্সি উন্মোচন

করোনা মহামারীর কারণে দীর্ঘমেয়াদী স্পন্সর পাচ্ছিলো না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই জাতীয় দলের প্রতি সিরিজের জন্য আলাদাভাবে স্পন্সর গ্রহণ করছে তারা। এবার নিউজিল্যান্ড সিরিজ স্পন্সর করছে ই-কমার্স ভিত্তিক প্রতিষ্ঠান। তাদের লোগো থাকবে বাংলাদেশের ওয়ানডে এবং টি-টোয়েন্টির জার্সিতে। 

আগামী ২০ মার্চ থেকে নিউজিল্যান্ডে শুরু হচ্ছে তিন ম্যাচ করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ। এবার তামিম ইকবালদের স্পন্সর হিসেবে উঠে এসেছে ইভ্যালির নাম। তারা ২ কোটি টাকায় এই স্পন্সরশিপ কিনে নিয়েছে। গত সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর ছিলো বেক্সিমকো ফার্মা। এছাড়াও কিট স্পন্সর হিসেবে গত সিরিজে আকাশ ডিটিএইচকে পাশে পেয়েছিলো তারা। এবার কিট স্পন্সর হিসেবে থাকবে ইভ্যালির খাবার পৌঁছে দেয়ার সেবা ই-ফুড। 

আগামীকাল মঙ্গলবার সিরিজের উদ্দেশ্যে নিউজিল্যান্ড রওনা দিচ্ছে টাইগাররা। সিরিজটি শেষ হবে আগামী পহেলা এপ্রিল।