• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২১, ০৫:৩৯ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৪, ২০২১, ০৫:৫০ পিএম

গোলাপি বলে দিশেহারা ইংল্যান্ড

গোলাপি বলে দিশেহারা ইংল্যান্ড

ইংল্যান্ডের বিপক্ষে আহমেদাবাদ টেস্ট যেন বাঁচা মরার লড়াই ভারতের জন্য। এই ম্যাচে জয় পেলে টেস্ট বিশ্বকাপের আশা কিছুটা জিইয়ে থাকবে বিরাট কোহলিদের। সেই হিসেবে বলা যায়, টসে হেরে সুবিধাই হয়েছে স্বাগতিকদের জন্য। দিবারাত্রির এই টেস্টের প্রথম সেশন তো বটেই, দ্বিতীয় সেশনেও স্পিনাররা ভুগিয়েছেন সফরকারী ইংল্যান্ডকে।   

প্রথম সেশনে তৃতীয় ওভারে ইশান্ত শর্মার বলে ডম সিবলের পর সপ্তম ওভারে অক্ষর প্যাটেলের বলে জনি বেয়ারিস্টোর শূণ্য রানে আউট হওয়ায় বেশ বিপাকে পড়েছিলো সফরকারীরা। অধিনায়ক জো রুটকে নিয়ে কিছুটা লড়াই করতে চেষ্টা করেছিলেন ওপেনার জ্যাক ক্রলি। কিন্তু বিধি বাম, স্পিনাররা নিয়মিত বিরতিতে উইকেট নিতে থাকে। রবিচন্দন অশ্বিনের বলে ব্যক্তিগত ১৭ রানে রুট ফিরে যাওয়ায় বেশ বিপদে পড়ে তারা। 

প্রথম সেশনে ইংলিশদের পাওনা বলতে শুধু ওপেনার জ্যাক ক্রলির অর্ধশতক। তাকেও অক্ষর প্যাটেল ফেরান। দ্বিতীয় সেশোনের শুরুতেই অলি পোপকে বোল্ড আউট করেন অশ্বিন। আর অক্ষরের বল যেন বুঝতেই পারেননি ইংলিশ ব্যাটসম্যানরা। বেন স্টোকসকে লেগ বিফোরের ফাঁদে ফেলা অক্ষরের আগের দুটি উইকেটও একইভাবে এসেছে। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ছয় উইকেট হারিয়ে ইংলিশদের সংগ্রহ ছিলো মাত্র ৮৬ রান। স্পিনারদের রাজত্বে ইংলিশরা যেরকম ধুঁকছে, তাতে প্রতিরোধ না গড়লে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে এগিয়ে যাবে স্বাগতিক ভারতই।