• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২১, ০২:০৯ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৬, ২০২১, ০২:১২ পিএম

পিচ বিতর্ক

আইসিসিকেই শেষ কথা বলতে বলছেন রুট 

আইসিসিকেই শেষ কথা বলতে বলছেন রুট 

নিজেদের মাঠে নিজেদের মতো করে পিচ তৈরি করে নেওয়ার ব্যাপারটি সবারই জানা আছে। তবে গতকাল ইংল্যান্ড বনাম ভারতের আহমেদাবাদ টেস্ট মাত্র দুই দিনে শেষ হয়ে যাওয়ার পর ক্রিকেটভক্তরা বেশ নড়েচড়ে বসেছেন। এমনকি এই পিচের মান কতটা আদর্শিক, তা নিয়ে প্রশ্ন তুলেছে ভারতে সফরকারীদের অধিনায়ক জো রুট।

নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে গতকাল তৃতীয় টেস্টে জয় পেয়েছে ভারত। পেসাররা দর্শকদের ভূমিকা পালন করেছে দুই দলেই। এমনকি ভারতের প্রথম ইনিংস ধসিয়ে দিয়েছে জো রুটের পাঁচ উইকেট, যিনি কিনা কালেভদ্রে বোলিং করেন, সেটিও অফস্পিন। শুধু ১৪০ ওভার দুই বল খেলার মধ্যে গতকালের শেষ দুই সেশনেই পড়েছে ১৭ উইকেট। 

এ নিয়ে বেশ বিব্রত রুট বলেন, “প্রশ্নটি খুবই ভালো, তবে উত্তর দেওয়া কঠিন। এটা অনেক লজ্জাজনক। ৪০ হাজার দর্শক দেখতে এসেছিল কোহলিরা জিমি এন্ডারসন, স্টুয়ার্ট ব্রড, জ্যাক লিচদের বিরুদ্ধে কেমন করে। সেখানে তারা আমাকে উইকেট নিতে দেখেছে। এটা দর্শকদের জন্য হতাশাজনক। ঘরের মাঠে কিছু সুবিধা থাকবেই। কিন্তু শততম টেস্টে নেমে ইশান্ত শর্মা কয়েক ওভার বল করেছেন। জসপ্রীত বুমরাহ, ব্রড, জোফরা আর্চার, জিমি অ্যান্ডারসনরা বিশ্বের সেরা বোলারদের মধ্যে অন্যতম, কিন্তু তারা খেলতেই পারেনি। তাই পিচ কেমন হয়েছে এটা আইসিসিই বলুক।” 

তবে এটিকে ভালো পিচ বলেই মানছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। সম্পূর্ণ ক্রেডিট স্পিনারদের দিচ্ছেন তিনি। অন্যদিকে দুই দিনেই হার মানার আগে তৃতীয় আম্পায়ার নাকি সময় নিয়ে পর্যবেক্ষণ করছিলেন না, এমন অভিযোগও এসেছে সফরকারীদের পক্ষ থেকে। তবে সম্প্রতি উদ্বোধন হওয়া নরেন্দ্র মোদি স্টেডিয়ামের পিচ আসলেই রানের জন্য সহায়ক কি না, সেটির সিদ্ধান্ত আইসিসি থেকে আসাই নিরাপদ মনে হচ্ছে আপাতদৃষ্টিতে।