• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২১, ০৮:১১ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৬, ২০২১, ০৮:১১ পিএম

বার্সা কোচের নাক দিয়ে রক্ত! 

বার্সা কোচের নাক দিয়ে রক্ত! 

 আগামীকাল সেভিয়ার মুখোমুখি হবে বার্সেলোনা। সেটি নিয়েই সংবাদ সম্মেলনে কথা বলতে এসেছিলেন কোচ রোনাল্ড কোম্যান। কিন্তু কিছুক্ষণ পরেই তার নাক দিয়ে রক্ত ঝরতে দেখা যায়, যা বেশ দুশ্চিন্তার উদ্রেক ঘটিয়েছিলো সবার আগে। তবে গুরুতর কিছু হয়নবি বলেই জানিয়েছে বার্সেলোনা কর্তৃপক্ষ। 

৫৭ বছর বয়সী কোচ কোম্যান গতবছর মে মাসেই হৃৎপিণ্ডের অস্ত্রোপচার করিয়েছিলেন নেদারল্যান্ডসের আমস্টারডামে। ছোট ধরণের একটি হার্ট অ্যাটাকের কারণে বুকে ব্যাথা সৃষ্টি হলে এমন সিদ্ধান্ত নেন তিনি। সেখানে তার ধমনীর ভেতর একটি টিউস স্থাপন করা হয়। 

এরপর কোম্যানকে কিছু ঔষধ গ্রহণ করতে হয় নিয়মিত, যেটি তার রক্তের ঘনত্বকে প্রভাবিত করে। এই কারণেই তার নাক দিয়ে মাঝেমধ্যে রক্তপাত হয়, যা খুব গুরুতত কোনো সমস্যা নয়। সম্মেলনে কোম্যান বলেন, “আগামীকাল আমরা লা লিগার ম্যাচে সেভিয়ার মুখোমুখি হবো, বুধবারে কোপা দেল রের ম্যাচে একই প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামবো। কিন্তু দুইটি টুর্নামেন্ট আলাদা। আমাদের দুটিই জিততে হবে এবং লিগের জয়ের ধারা অব্যহত রাখতে হবে।”

কাপ সেমিফাইনালে সেভিয়া প্রথম লেগে ২-০ গোলে এগিয়ে আছে। বার্সার সামনে তাই জয় ছাড়া কিছু ভাবার নেই।