• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মার্চ ৫, ২০২১, ১১:৫৮ এএম
সর্বশেষ আপডেট : মার্চ ৫, ২০২১, ১২:১৪ পিএম

বাংলাদেশ এমার্জিং দলের প্রথম ওয়ানডে বাতিল 

বাংলাদেশ এমার্জিং দলের প্রথম ওয়ানডে বাতিল 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ এমার্জিং দলের বিপক্ষে মাঠে নেমেছিলো আয়ারল্যান্ড উলভস। ক্রিজে ব্যাট করছিলেন তৌহিদ হৃদয় এবং শামীম হোসেন। ৩০ ওভারের মাথায় তখন মাত্র ১২২ রানে চার উইকেট হারিয়েছে টাইগাররা। এমন সময় খবর এলো, পেসার রুয়ান প্রিটোরিয়াস করোনা পজিটিভ! আপাতত দুই দলের খেলা বন্ধ আছে। 

করোনা মহামারীর কারণে দীর্ঘদিন ক্রিকেট বন্ধ ছিলো। তবে বেশ কিছুদিন হলো দর্শকবিহীন মাঠে ফিরেছে ফ্র্যাঞ্চাইজি, ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেট। তবে করোনা প্রকোপ কমেনি। এমনকি পাকিস্তান সুপার লীগে গতকাল কয়েকজনের করোনা পজিটিভ ধরা পড়ার পর তা স্থগিত করা হয়েছে। এবার একই ঘটনা ঘটলো বাংলাদেশ এমার্জিং ক্রিকেট দলের সঙ্গে। 

ম্যাচে টসে জিতে ফিল্ডিং নিয়েছিলো আয়ারল্যান্ড উলভস। এরপর বেশ ভালোভাবেই নিজেদের সিদ্ধান্ত কাজে লাগিয়েছিলো তারা। মার্ক অ্যাডাইর এবং প্রিটোরিয়াসের বলে নিয়মিত উইকেট হারাচ্ছিলেন ব্যাটসম্যানরা। দলের পক্ষে অধিনায়ক সাইফ হাসান ৩১ রান করে ভুল বোঝাবুঝি কারণে রান আউট হওয়ার পর হাল ধরেছিলেন তৌহিদ। কিন্তু ৩০তম ওভার শেষেই জানা গেলো, ইয়াসির আলির উইকেট নেয়া প্রিটোরিয়াস করোনা আক্রান্ত। 

ফলে ম্যাচ বাতিল ঘোষণা করা হয়েছে। আগামী ৭ মার্চ দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার কথা দুই দলের। তবে সেটি নিয়েও এমন সিদ্ধান্ত আসতে পারে কিনা সেটিই ভাবনার বিষয়।