• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৬, ২০২১, ০১:৪৮ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৬, ২০২১, ০১:৪৮ পিএম

সিরিজে টিকে থাকলো লঙ্কানরা 

সিরিজে টিকে থাকলো লঙ্কানরা 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে আনন্দ এবং বিমর্ষের চরম অভিজ্ঞতা পেয়েছেন স্পিনার আকিলা দনাঞ্জয়া। হ্যাট্রিকের পর কাইরন পোলার্ডের কাছে ছয় বলে ছয় ছক্কা দিয়ে রেকর্ডে নাম লিখিয়েছেন। সেই হারের পর এবার শ্রীলঙ্কা দল ঘুরে দাঁড়িয়ে প্রমাণ করলো, ক্রিকেটে শেষ কথা বলে কিছু নেই। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৩ রানে স্বাগতিকদের হারিয়েছে তারা। 

অ্যান্টিগুয়ায় টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলো শ্রীলঙ্কা। ওপেনার দানুশকা গুনাথিলাকার ৪২ বলে ৫৬ রানের ইনিংস এবং আরেক ওপেনার পাথুম নিসাঙ্কার দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৬০ রান সংগ্রহ করেছিলো সফরকারীরা। 

কিন্তু রান তাড়া করতে গিয়ে হাসারাঙ্গা ডি সিলভা এবং লক্ষণ সান্দাকানের বোলিং তোপে নিয়মিত উইকেট হারিয়েছে ক্যারিবীয়রা। দলের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেছেন ওবেড ম্যাককয়। ওপেনার লেন্ডল সিমন্স করেছেন ২১ রান। আগের দিন দুর্দান্ত খেলা পোলার্ড করেছেন মাত্র ১৩ রান। আর ইউনিভার্স বস ক্রিস গেইল করেছেন মাত্র ১৬ রান, সেটিও ১৬ বল খেলে! 

ম্যাচসেরা হাসারাঙ্গার পারফরম্যান্সে এই জয়ে সিরিজে ১-১ সমতায় ফিরেছে দুই দল। আগামী সোমবার সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি অঘোষিত ফাইনাল হিসেবে খেলবে দুই দল। ফলাফল নির্ধারণী ম্যাচে কোন দল নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে পারে, সেটিই দেখার বিষয়। 

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬০/৬ (গুনাথিলাকা ৫৬, নিসানকা ৩৭, চান্দিমাল ৩, ম্যাথিউস ১৩, বান্দারা ২১, থিসারা ২, হাসারাঙ্গা ১৯*, ডিকভেলা ০*; এডওয়ার্ডস ২-০-১৯-০, সিনক্লেয়ার ৪-০-৩২-০, হোল্ডার ৪-০-৩৬-১, ম্যাককয় ৪-০-৩৪-১, ব্রাভো ৪-০-২৫-২, অ্যালেন ২-০-১১-০) 

ওয়েস্ট ইন্ডিজ: ১৮.৪ ওভারে ১১৭ (সিমন্স ২১, লুইস ৬, গেইল ১৬, পুরান ৮, হোল্ডার ৯, ব্রাভো ২, পোলার্ড ১৩, অ্যালেন ১২, সিনক্লেয়ার ৩, ম্যাককয় ২৩, এডওয়ার্ডস ১*; দনাঞ্জয়া ৪-০-১৩-১, চামিরা ৪-০-২৬-২, থিসারা ২-০-৪২-০, হাসারাঙ্গা ৪-০-১৭-৩, সান্দাক্যান ৩.৪-০-১০-৩, গুনাথিলাকা ১-০-৮-১)