• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৭, ২০২১, ০১:১৩ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৭, ২০২১, ০১:১৩ পিএম

লা লিগায় শক্ত অবস্থানে বার্সেলোনা  

লা লিগায় শক্ত অবস্থানে বার্সেলোনা  

গতকাল ওসাসুনার বিপক্ষে ২-০ গোল ব্যবধানে জয় পেয়েছে বার্সেলোনা। জর্ডি আলবা এবং ইলাইক্স মোরিবার গোলে এগিয়ে যাওয়ায় রোনাল্ড কোম্যানের শিষ্যরা বাইরের মাঠে টানা আট ম্যাচ জিতলো লা লিগায়। প্রথম লেগে ঘরের মাঠে ৪-০ গোল ব্যবধানে হারানোর পর দ্বিতীয় লেগের জয়ে বেশ ছন্দে আছে বার্সা। 

প্রথম থেকেই ওসাসুনা আক্রমণাত্মক খেললেও গোল পায়নি। দ্বিতীয় এবং চতুর্থ মিনিটে বিপদ ঘটতে পারতো, তবে গোলরক্ষক মার্ক আন্দ্রে টার স্টেগান জালে বল জড়াতে দেননি। ১৯তম মিনিটে ডি বক্সের বাইরে মেসিকে ফাউল করলে প্রতিপক্ষের গোলরক্ষককে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে বের করে দেন রেফারি। তবে মেসি আগেই অফসাইডে থাকার কারণে সিদ্ধান্ত পরিবর্তন হয়। 

৩০তম মিনিটে মেসির পাসকে দির্দান্ত শটে জালে জড়ান আলবা। এমন সময় ধারাভাষ্যকারদের আলোচনার বিষয় ছিলো মেসির এই অসাধারণ পাস এবং আলবার সঙ্গে বোঝাপড়ার বিষয়টি। দ্বিতীয় গোল এসেছে দ্বিতীয়ার্ধে। এবারও অ্যাসিস্ট করেছেন মেসি। ৮৩ মিনিটের সময় মোরিবাকে দেয়া পাস বৃথা যায়নি। এতেই দলের হয়ে প্রথম গোল করলেন মোরিবা। 

লা লিগায় ট্রফির দৌড়ে এখন পর্যন্ত এগিয়ে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ২৪ ম্যাচ খেলে তাদের পয়েন্ট সংখ্যা ৫৮। দুই ম্যাচ বেশি খেলে দুইয়ে থাকা বার্সা ৫৬ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। ৫৩ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে অ্যাটলেটিকোর নগর প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। আজ রোববার অ্যাটলেটিকো বনাম রিয়ালের ম্যাচে এবার তাই বার্সা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের জয়ই চাইবে, তবে সেটিও নিজেদের ভালোর জন্য।