• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২২, ২০২১, ০১:৫৫ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২২, ২০২১, ০১:৫৫ পিএম

মায়ামি ওপেনে থাকছেন না সেরেনা 

মায়ামি ওপেনে থাকছেন না সেরেনা 

সর্বশেষ অস্ট্রেলিয়ান ওপেনে নাওমি ওসাকার কাছে সেমিফাইনালে হেরে বাদ পড়েছিলেন ২৩ বারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী তারকা সেরেনা উইলিয়ামস। এবার মুখের অস্ত্রোপচার তাকে ছিটকে দিয়েছে মায়ামি ওপেন থেকে। 

আট বার মায়ামি ওপেনে জিতেছেন সেরেনা। কিন্তু এবার ৩৯ বছর বয়সী এই তারকাকে মাঠের বাইরেই কাটাতে হবে। সেরেনা বলেন, “আমি প্রতিযোগী হিসেবে নাম প্রত্যাহার করতে বাধ্য হওয়ায় খুবই হতাশ। মায়ামি টুর্নামেন্ট আমার জন্য বিশেষ, কারণ এখানেই আমার ঘর। অসাধারণ ভক্তদের সঙ্গে আমার দেখা হবেনা এই বছর।” ফলে সর্বকালের সেরা টেনিস তারকার খেতাব অর্জনের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে এই তারকাকে। 

আজ সোমবারের আগে অবশ্য সেরেনার আগেই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বিশ্বের বর্তমানে এক নম্বর পুরুষ তারকা নোভাক জোকোভিচ, রজার ফেদেরার, রাফায়েল নাদাল এবং চতুর্থ সেরা ডমিনিক থিয়েম।