• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২১, ০৩:৫০ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৭, ২০২১, ০৪:১০ পিএম

পেছাল বাংলাদেশ বনাম পাকিস্তান অনূর্ধ্ব-১৯ সিরিজ 

পেছাল বাংলাদেশ বনাম পাকিস্তান অনূর্ধ্ব-১৯ সিরিজ 

১২ এপ্রিল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বাংলাদেশ সফরে আসার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় এই সফর পাঁচ দিন পিছিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একই সঙ্গে পিছিয়েছে সময়সূচিও। তবে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের সংখ্যায় কোনো হেরফের হচ্ছে না। 

পাকিস্তান অনূর্ধ্ব ১৯ বাংলাদেশে আসার পর সিলেটে তিন দিন কোয়ারেন্টিনে থাকবে। এরপর কিছুদিন অনুশীলন করবে। চার দিনের প্রথম ম্যাচ ১৯-২২ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে যাচ্ছে ২৩-২৬ এপ্রিলে। এছাড়া পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম তিনটি যথাক্রমে ৩০ এপ্রিল, ২ মে এবং ৪ মে অনুষ্ঠিত হবে সিলেটে। এরপর দুই ম্যাচ যথাক্রমে ৭ ও ৯ মে ঢাকায় অনুষ্ঠিত হবে। 

করোনা মহামারির কারণে এই সিরিজ পিছিয়ে গেলেও বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা প্রমীলা দলের মধ্যকার সিরিজের সময়সূচিতে কোনো হেরফের হয়নি। সিলেটে তাদের আগামী ম্যাচগুলো যথাক্রমে ৮, ১১ ও ১৩ এপ্রিলে অনুষ্ঠিত হবে। এদিকে পাকিস্তান এলে মহামারির পর অনূর্ধ্ব-১৯ পর্যায়ে কোনো দল বাংলাদেশে আসার ঘটনা প্রথম ঘটবে।