• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২১, ০৪:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৭, ২০২১, ০৪:৪৩ পিএম

বান্দরবানের মেয়ে নু মার স্বর্ণজয় 

বান্দরবানের মেয়ে নু মার স্বর্ণজয় 

করোনা মহামারির ভেতর সারা দেশে কঠোর নিষেধাজ্ঞা জারি থাকলেও যথাসময়েই অনুষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস। এর মধ্যেই মঙ্গলবার আনসার সদস্য হুমায়রা আক্তার অন্তরাকে একক কারাতে ইভেন্টে হারিয়েছে নু মা মারমা। 

নু মারমাকে ধরাশায়ী করতে না পারলেও বাকি দুইটি ব্রোঞ্জ ভাগাভাগি করে নিয়েছেন কক্সবাজারের এলিক মারমা এবং বাংলাদেশ সেনাবাহিনীর কারিমা খাতুন। অবশ্য বাংলাদেশ সেনাবাহিনী দলীয় ইভেন্টের স্বর্ণ হাতছাড়া করেনি। এদিকে দলীয় কারাতে ইভেন্টের স্বর্ণ না পেলেও রৌপ্য জিতেছে বাংলাদেশ আনসার। বান্দরবান ও রাজশাহী দুটি ব্রোঞ্জ মেডেল যৌথভাবে অর্জন করেছে। 

বাংলাদেশ গেমস নিজের গতিতে চললেও অবশ্য আয়োজকেরা করোনা মহামারির ব্যাপারে বেশ সতর্ক। তাই মঙ্গলবার জিমনেসিয়ামে সকালের সেশনে শুধু একক ও দলীয় কারাতে ইভেন্টের বাইরে আর কিছু অনুষ্ঠিত হয়নি।