• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২১, ১০:০৫ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৮, ২০২১, ১০:১৪ এএম

সেমিফাইনালের দৌড়ে টিকে থাকল চেলসি 

সেমিফাইনালের দৌড়ে টিকে থাকল চেলসি 

বুধবার সেভিয়ায় পর্তুগালের দল পোর্তোকে ২-০ গোলে হারিয়েছে চেলসি। নতুন কোচ থমাস টুশেল দায়িত্ব নেওয়ার পর দলের খেলার ধরনে আমূল পরিবর্তন টের পাওয়া গিয়েছিল অপরাজিত থাকার রেকর্ডেই। চ্যাম্পিয়নস লিগে জয়ের তালিকায় আরেকটি পালক যুক্ত হলো অল ব্লুজদের, এখন অপেক্ষা দ্বিতীয় লেগের। 

প্রথম থেকেই দুই দলই আক্রমণাত্মক খেলছিল, তবে কোথাও যেন একটা অভাব ছিল। সার্থকভাবে ফিনিশিং দিতে পারছিল না কোনো দলই। সেই আক্ষেপ ঘোচালেন চেলসির সর্বকনিষ্ঠ গোলদাতা মেসন মাউন্ট। গতকাল তার বয়স যখন মাত্র ২২ বছর ৮৭ দিন, তখন ৩২তম মিনিটে জর্জিনহোর পাসকে দুর্দান্তভাবে জালে জড়ান এই মিডফিল্ডার। প্রথমার্ধে গোলে আর কোনো শট নেয়নি চেলসি। অবশ্য পোর্তো আট শট নিয়েছিল, যার দুটি লক্ষ্যে থাকলেও সাফল্যের দেখা পায়নি তারা। 

দ্বিতীয়ার্ধে অবশ্য গোল প্রায় পেয়েই বসেছিল পোর্তো। ৫৫তম মিনিটে ফরোয়ার্ড ল্লুইজ ডিয়াজের শট গোলবারের বাইরে দিয়ে চলে যায়। তবে ৮৪তম মিনিটে ক্রিস্টিয়ান পুলিসিকের দুর্দান্ত শট বারে লেগে ফেরত এসেছিল। কিন্তু সেই আক্ষেপ এক মিনিট পরেই ঘুচিয়েছেন ইংলিশ ডিফেন্ডার বেন চিলওয়েল। অবশ্য পোর্তোর ডিফেন্ডারদের ভূমিকাও কম ছিল না দ্বিতীয় গোল হজম করার ক্ষেত্রে। 

শেষ ১৬-এর দুই লেগেই অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে থমাস টুশেলের দল। তবে ব্লুজদের জয়যাত্রা এখনই থামানো বেশ কঠিনই মনে হচ্ছে প্রতিপক্ষের জন্য। করোনা মহামারির জন্য দ্বিতীয় লেগেও সেভিয়াতেই অনুষ্ঠিত হতে চলেছে। সেখানে জয় পেলেই সেমিফাইনালের দরজা খুলে যাবে চেলসির জন্য। সাত বছর পর ইতিহাস গড়ে কোয়ার্টার ফাইনালে ওঠা দলটি নিজেদের কতটা এগিয়ে নিতে পারে, সেটিই দেখার বিষয়।

আরও পড়ুন