• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২১, ০১:০৩ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৮, ২০২১, ০১:০৩ পিএম

কানাডা থেকে সরে মালয়েশিয়ায় গ্লোবাল টি-টোয়েন্টি 

কানাডা থেকে সরে মালয়েশিয়ায় গ্লোবাল টি-টোয়েন্টি 

গত বছর করোনা মহামারীর জন্য গ্লোবাল টি-টোয়েন্টির আসর স্থগিত করা হয়েছিলো। চলতি বছরে এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের ভেন্যু কানাডা থেকে মালয়েশিয়ায় সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাই তৃতীয় আসরে এবার যৌথভাবে আয়োজক ক্রিকেট কানাডা এবং বোম্বে স্পোর্টস কোম্পানি। 

সাধারণত ছয়টি দল খেলে থাকে এই ফ্র্যাঞ্চাইজি লিগে, যেখানে কানাডার তিনজন উদীয়মান খেলোয়াড় সহ মোট ছয়জনের পাশাপাশি আন্তর্জাতিক খেলোয়াড়ও বাধ্যতামূলকভাবে দলে থাকেন। এবার অবশ্য একজন করে মালয়েশিয়ান ক্রিকেটারকেও দলে রাখার ব্যাপারে সম্মত হয়েছে আয়োজকরা। 

এর আগের দুই আসর অর্থাৎ ২০১৮ এবং ২০১৯ সালে ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, লাসিথ মালিঙ্গার মতো তারকাদের দেখা গেছে এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে। এবার ছয়টি দলই কুয়ালা লামপুরের পাশে কিনরারা ওভালে মাঠে নামবে। আগামী ২৮ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত মোট ১৮ দিনে সর্বমোট ২২ টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।