• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২১, ০৯:২০ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৮, ২০২১, ০৯:২০ পিএম

২১ জন যাচ্ছেন, কারণ ‘অনুশীলন’ 

২১ জন যাচ্ছেন, কারণ ‘অনুশীলন’ 

আগামী ১২ এপ্রিল শ্রীলঙ্কায় টেস্ট সিরিজের উদ্দেশ্যে রওনা দিবে বাংলাদেশ টেস্ট দল। দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা না করলেও বেশ বড় আকারের দল নিয়েই লঙ্কাকাণ্ড করতে যাচ্ছে টাইগাররা। স্কোয়াডে মোট সদস্য সংখ্যা মাত্র ‘২১’ জন! 

এমন সিদ্ধান্তের পেছনে কারণ অবশ্য যৌক্তিক। করোনা মহামারি এবং কোয়ারেন্টিন সবকিছু মিলিয়ে স্থানীয় বোলারদের নেট প্র্যাকটিসের জন্য পাবে না বাংলাদেশ। তাই নিজেরা যেন ভালোভাবে নেটে অনুশীলন করতে পারে এজন্যই ২১ সদস্যের প্রাথমিক স্কোয়াড।

শ্রীলঙ্কায় পৌঁছে কোয়ারেন্টিন অতিবাহিত হওয়ার পর দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে দুই দল।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এ বিষয়ে জানিয়েছেন, প্রস্তুতি ম্যাচের পরেই মূল স্কোয়াড ঘোষণা হবে। তবে প্রাথমিক দল আগামী ১১ তারিখও ঘোষিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আগামী ১৭ এবং ১৮ এপ্রিল দুদিন প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। এরপর ২১-২৫ এপ্রিল প্রথম এবং ২৯ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত দ্বিতীয় টেস্ট ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।