• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২১, ১১:১২ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৯, ২০২১, ১১:৩১ এএম

করোনার শঙ্কার মধ্যেই আজ মাঠে গড়াচ্ছে আইপিএল

করোনার শঙ্কার মধ্যেই আজ মাঠে গড়াচ্ছে আইপিএল

ভারতীয় প্রিমিয়ার লিগের অনুশীলন চলাকালীন করোনা মহামারি হানা দিয়েছে বিভিন্ন দলের শিবিরে। তাছাড়া দিন দিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। ফলে সব মিলিয়ে এবারও দর্শকবিহীন আইপিএল মাঠে গড়াচ্ছে। প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ানস। 

শুক্রবার (৯ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

শেষ খবর পাওয়া পর্যন্ত আইপিএলে চারজন খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে দিল্লি ক্যাপিটালসের অক্ষর প্যাটেল, বেঙ্গালুরুর দেবদূত পাড়িক্কাল এবং ড্যানিয়েল স্যামস ও সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স সতীর্থ নীতিশ রানা। অবশ্য এদের মধ্যে পাড়িক্কাল সুস্থ হয়ে আবারও অনুশীলনে যোগ দিয়েছেন। এমনকি মুম্বাই স্টেডিয়ামের বেশ কিছু ফিল্ড স্টাফও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। 

উদ্বোধনী ম্যাচে দুই দল মাঠে নামবে চেন্নাইয়ের এম এ চিদাম্বারাম স্টেডিয়ামে। বাকি পাঁচটি আইপিএল ভেন্যু হলো আমেদাবাদ, বেঙ্গালুরু, দিল্লি, মুম্বাই এবং কলকাতা। 

পাকিস্তান সুপার লিগের মতো করোনার হানায় আইপিএলও মাঝপথে যেন স্থগিত না হয়, সেটিই আয়োজকদের বড় চ্যালেঞ্জ।