• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২১, ০১:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৯, ২০২১, ০২:১৬ পিএম

শ্রীলঙ্কা সফর

বাংলাদেশ দলে ৩ নতুন মুখ

বাংলাদেশ দলে ৩ নতুন মুখ

শ্রীলঙ্কা সফরের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ। ২১ সদস্যের এই দলে জায়গা পেয়েছেন তিন নতুন মুখ। শুক্রবার দুপুরে প্রাথমিক দল ঘোষণা করে বিসিবি।

ঘোষিত এই দলে প্রথমবারের মতো ডাক পাওয়া তিন ক্রিকেটার হচ্ছেন পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ, শরিফুল ইসলাম ও শহীদুল ইসলাম।

এদিকে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন স্পিন অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরী। 

সোমবার (১২ এপ্রিল) শ্রীলঙ্কার উদ্দেশে উড়াল দেবে এই ২১ সদস্যের দল। সেখানে নিজেদের মধ্যকার একটি প্রস্তুতি ম্যাচের পর ঘোষণা করা হবে দুই টেস্টের মূল স্কোয়াড। সফরে দুটি টেস্ট খেলবে মুমিনুল হকের দল।

ঘোষিত এই স্কোয়াডে নেই বাংলাদেশ দলের অন্যতম ক্রিকেটার মাহমুদউল্লাহ। এদিকে আইপিএলের কারণে জাতীয় দল থেকে ছুটিতে আছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা সফরের প্রাথমিক স্কোয়াড

মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলি রাব্বি, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম চৌধুরী, শহীদুল ইসলাম ও কাজী নুরুল হাসান সোহান।