• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২১, ০১:৫৮ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১১, ২০২১, ০১:৫৮ পিএম

ম্যাচ হারলেন, নতুন নিয়মে জরিমানাও হলো ধোনির 

ম্যাচ হারলেন, নতুন নিয়মে জরিমানাও হলো ধোনির 

গতকাল শনিবার ১৪তম ভারতীয় প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচে মুম্বাইয়ের মাঠে মুখোমুখি হয়েছিলো চেন্নাই সুপার কিংস এবং দিল্লী ক্যাপিটালস। তবে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি কিংবা চেন্নাই সুপার কিংস- সবার জন্যই দিনটা খারাপ ছিলো বলা যায়। নয়তো ১৮৯ রানের লক্ষ্য এভাবে হেসেখেলে সাত উইকেটে জিতলো দিল্লী, এরপর আবার স্লো ওভার রেটের কারণে জরিমানা হলো শুধুমাত্র অধিনায়কের।

নতুন নিয়ম বেশ কড়াভাবে আরোপ করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড, সেটি ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগের দ্বিতীয় ম্যাচেই বুঝিয়ে দিয়েছে আয়োজক কমিটি। নির্ধারিত ২০ ওভার শেষ করার জন্য সময় মাত্র ৯০ মিনিট। ম্যাচ রেফারি মানু নায়ারের মতে, ধোনি এক্ষেত্রে মাত্র এক ওভার কম করেছিলেন। ফলাফল হিসেবে ১২ লাখ রুপি জরিমানা করা হয় রানশূণ্য হয়ে মাঠ ছাড়া অধিনায়ক ধোনিকে। দ্বিতীয়বার এমন করলে জরিমানার অঙ্ক দ্বিগুণ তো হবেই, এমনকি দলের প্রত্যেকের ম্যাচ ফি এর এক চতুর্থাংশ পর্যন্ত কাটা যেতে পারে বলে সতর্ক করা হয়েছে। 

তবে এমন পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে ভারতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়কের জুড়ি মেলা ভার। আগামী ম্যাচে একই ভেন্যুতে পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই। সব দুঃস্বপ্ন পেছনে রেখে সেখান থেকেই আইপিএলের জয়যাত্রা শুরু করতে পারেন কিনা ধোনি, সেটিই এখন মূল বিষয়।