• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২১, ০২:১৬ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১১, ২০২১, ০২:১৬ পিএম

করোনায় স্থগিত বাংলাদেশ-পাকিস্তান সিরিজ 

করোনায় স্থগিত বাংলাদেশ-পাকিস্তান সিরিজ 

মহামারী করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় আবারও লক ডাউনের দিকে ঝুঁকছে বাংলাদেশ। করোনা ভাইরাসের হানায় বাংলাদেশ গেমস দর্শকশূণ্য অবস্থায় চললেও বন্ধ করতে হয়েছে জাতীয় ক্রিকেট লিগ। সেই বাতিলের তাকিলায় যোগ হলো অনূর্ধ্ব-১৯ বাংলাদেশ বনাম পাকিস্তানের সিরিজ। 

কিছুদিন আগেই জানানো হয়েছিলো, পাকিস্তানের যুবাদের সফর এক সপ্তাহ পেছাচ্ছে। কিন্তু গতকাল শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, সফরটি মহামারীর কারণে আপাতত স্থগিত করা হয়েছে। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী অবশ্য জানালেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় আয়োজন করার মতো অবস্থা তৈরি হলেই আমন্ত্রণ জানাণো হবে পাকিস্তানকে। 

২০২০ সালের মার্চ মাসের পর আর কোনো অনূর্ধ্ব-১৯ পর্যায়ের  টুর্নামেন্টে মাঠে নামেনি বাংলাদেশ। তাই এই সিরিজ আশার আলো দেখাতে পারতো তরুণ খেলোয়াড়দের, তবে সেটিও মহামারীর কারণে পিছিয়ে গেলো। একটি চারদিনের ম্যাচের সঙ্গে পাঁচটি ওয়ানডে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতার জন্য বাংলাদেশে আসার কথা ছিলো পাকিস্তানের যুবাদের। তবে খুব জলদি সেটি আয়োজন করা সম্ভব হচ্ছেনা, এটুকু নিশ্চিত।