• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২১, ১২:০৯ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১২, ২০২১, ১২:১২ এএম

অনুজ্জ্বল সাকিব, তবে জিতলো কলকাতা 

অনুজ্জ্বল সাকিব, তবে জিতলো কলকাতা 

আজ ১৪তম ভারতীয় প্রিমিয়ার লিগের আসরে নিজেদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ১০ রানে জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ব্যাট হাতে পুরোনো দলের জন্য খুব বেশি কিছু করতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বল হাতেও তেমন উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেননি। তবে জয়ের স্বস্তি নিয়েই পরের ম্যাচে যাচ্ছে দলটি। 

টসে জিতে প্রথমে ব্যাটে নেমে নীতিশ রানা এবং শুভমন গিলের ব্যাটিং ঝড়ে ৫৩ রানের ওপেনিং জুটি গড়ে কলকাতা। এরপর গিল ফিরে গেলে রাহুল ত্রিপাঠিকে নিয়ে ঝড় তুলতে থাকেন রানা। দুজনেই অর্ধশতকের দেখা পেয়েছেন। কিন্তু দলীয় ১৪৬ রানে এই জুটি ভাঙার পর যেন দুমড়ে পড়ে শাহরুখ খানের দলের ব্যাটিং লাইন আপ। ১৬তম ওভারের দ্বিতীয় বল থেকে ১৮তম ওভারের চতুর্থ বল পর্যন্ত মাত্র ১৪ রানে চার উইকেট হারায় কলকাতা। 

অবশ্য এমন পরিস্থিতিতে সাতে নেমে মারমুখী দিনেশ কার্তিককে স্ট্রাইক দিতে গিয়েসঙ্গ দেয়া ছাড়া কিছু করার সুযোগ ছিলোনা সাকিবের। ইনিংসের শেষ বলে ক্যাচ আউট হয়েছেন তিনি। শেষ পর্যন্ত ১৮৭ রানেই থামে কলকাতা। ১৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অবশ্য প্রথমেই হোঁচট খায় হায়দ্রাবাদ। দলীয় দ্বিতীয় ওভারে অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে প্রসিদ্ধ কৃষ্ণা আউট করেন। পরের ওভারে নিজের স্পেলের প্রথম বলেই ঝড়ের আভাস দেয়া উইকেটরক্ষক বৃদ্ধিমান সাহাকে অসাধারণ বলে বোল্ড করে অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন সাকিব। এরপর বল হাতে দিয়েছেন ৩৪ রান। 

অবশ্য সেই হিসেবে বলতে গেলে একমাত্র মিতব্যয়ী ছিলেন প্যাট কামিন্স। ৩০ রানে এক উইকেট নিয়েছেন তিনি। সবাই রান দিয়েছেন, তবে কিছু নজরকাড়া ফিল্ডিং আর ছোট ছোট দলীয় সিদ্ধান্তের সুবাদে হায়দ্রাবাদের রান আটকে দিয়েছে কলকাতা, যা তাদের ১০ রানে জয়ের স্বস্তি এনে দিয়েছে। 

আগামী ১৩ তারিখ মঙ্গলবার একই মাঠে মুম্বাই ইন্ডিয়ানসের মুখোমুখি হবে কলকাতা। আগের ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে কঠিন লড়াই করে জিততে হয়েছিলো মুম্বাইয়ের বিপক্ষে। এমন ম্যাচে কলকাতা নিজেদের উইনিং কম্বিনেশন ভাঙবে কিনা, সেটিই দেখার বিষয়।